1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
গাছ আলু চাষ পদ্ধতি। - ইছামতী নিউজ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় বিশাল মাছ বগুড়ায় নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত করতে জাতিসংঘের প্রতিবেদনে সুপারিশ মহাস্থানগড়ে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন- হাফিজুর রহমান হিরু কেকের বদলে চক্ষু সেবা দিয়ে পালন হলো জেলা সুজন সদস্য সোহেল এর মেয়ে উপমা’র জন্মদিন বগুড়ার রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শিবগঞ্জে দেউলী ইউনিয়নে চাষ হচ্ছে জিরা শিবগঞ্জে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত বগুড়ায় গাক’র আয়োজনে মাস্টার ক্রাফটসপার্সনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

গাছ আলু চাষ পদ্ধতি।

Reporter Name
  • Update Time : Saturday, 8 August, 2020
  • ৭০৮ Time View
গাছ আলু আমাদের দেশে পেস্তা আলু বা বাতাসী আলু নামে পরিচিত। সম্প্রতি আমাদের দেশে গাছ আলু বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। এই গাছ আলুর পাতার কক্ষে গোলাকার অমসৃণ ত্বকবিশিষ্ট বুলবিল বা আলু উৎপন্ন হয়। এর বুলবিল বা গাছে জন্মানো আলু সবজি হিসেবে রান্না করে খাওয়া হয়। আসুন জেনে নেই গাছ আলু চাষ করার পদ্ধতি।
গাছ আলু চাষে প্রয়োজনীয় জলবায়ু ও মাটি:
# গাছ আলু গাছ চাষ করার জন্য উষ্ণ আবহাওয়া দরকার। তবে উপকূলীয় অঞ্চলে গাছ আলুর চাষ ভাল হয় না।
# তবে যে স্থানে সূর্যের আলো পড়ে না সেস্থানে গাছ আলুর চাষ ভাল হয় না।
#জৈব পদার্থসমৃদ্ধ বেলে দোআঁশ ও দোআঁশ মাটিতে ভালো হয়।
চারা তৈরি পদ্ধতি:
# যৌন ও অযৌন পদ্ধতিতে গাছ আলুর চারা তৈরি করা যায়।
# বুলবিল এবং মাটির নিচের কন্দ দ্বারা গাছ আলুর চারা তৈরি করা হয়। গাছ আলুর একটি গাছে প্রায় ২০০ টি বুলবিল বা আলু তৈরি হতে পারে।
# গাছ আলু গাছের প্রতিটি বুলবিল দিয়ে একটি চারা তৈরি করা সম্ভব। মনে রাখবেন বুলবিল গাছ বা মাটিতে এক বছর পর্যন্ত সজীব থাকতে পারে।
জমি তৈরি ও চারা রোপন:
# গাছ আলুর চাষ করার ক্ষেত্রে মাদা তৈরি করে নিতে হবে।
মাদায় নিয়ম অনুসারে সার প্রয়োগ করতে হবে।
# গাছ আলু লাগানোর জন্য প্রথমে গর্ত তৈরি করে নিতে হবে। ১০ কেজি গোবর সার ও অন্যান্য সার মাটির সাথে মিশিয়ে গর্ত ভরতে হবে।
# এরপর গর্ত একসপ্তাহ এভাবে রখে দেওয়ার পর বুলবিল লাগাতে হবে।
সার প্রয়োগ/ব্যবস্থাপনা:
# গাছ আলু চাষ করার ক্ষেত্রে ১০ কেজি গোবর সার, ১৫০ গ্রাম থেকে ২০০ গ্রাম টিএসপি সার ও ১০০ থেকে ১৫০ গ্রাম এমওপি সার প্রতিটি গর্ত বা মাদায় দিতে হবে।
# গাছের বৃদ্ধির জন্য অল্পপরিমাণ ইউরিয়া সার দিতে পারেন।
চারা লাগানোর প্রাথমিক পর্যায়ে এসব সার জমিতে দিতে হবে।
সেচ ব্যবস্থাপনা:
# বর্ষার সময় গাছ আলু ক্ষেতে সেচ দেয়ার কোন প্রয়োজন নেই।
তবে খেয়াল রাখতে হবে গাছ আলু গাছের গোড়ায় যেন পানি না জমে। পানি জমলে সঙ্গে সঙ্গে তা অপসারনের ব্যবস্থা করতে হবে
শুষ্ক মৌসুমে গাছের গোড়ায় সেচ দিতে হবে।
আগাছা দমন:
গাছ আলু গাছের গোড়ায় আগাছা জন্মাতে দেওয়া যাবে না। যদি কখনও গাছের গোড়ায় আগাছা হয় তাহলে তা পরিষ্কার করতে হবে।গাছ একটু বড় হলেই গাছ বাড়ার জন্য বাউনি তৈরি করতে হবে। গাছ যাতে সঠিকভাবে বাড়তে পারে সেজন্য গাছ আলুর গাছ কোনো কাঠের গাছ বা অফলা গাছের কোলে লাগাতে হবে।
অথবা যেসব গাছের ডালপালা ও পাতা বেশি ও ঘন সেসব গাছ বাউনি দেয়ার জন্য ব্যবহার করা যায়।
পোকামাকড় ও রোগদমন;
গাছ আলু গাছে তেমন কোন পোকার আক্রমণ হয় না। তবে মেটে আলুর মত বিছা ও লেদা পোকা মাঝেমধ্যে পাতা খায়।
আলু অথবা বুলবিল পরিণত হলে একটা একটা করে হাত দিয়ে গাছ থেকে ছিঁড়ে তুলতে হবে। একটি গাছে ২০০ টি পর্যন্ত আলু হতে পারে। প্রতি হেক্টরে ১৫ টন পর্যন্ত গাছ আলু হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *