রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শিক্ষিত চার বেকার যুবক বন্ধু, রিপন গাজী, ইলিয়াছ মোল্লা, ছাইফুল ইসলাম ও শহিদুল ইসলাম মিলে চাকরির পেছনে ঘুরে চাকরি না পেয়ে বেকারত্ব থেকে মুক্তি পেতে গড়ে তুলেছেন হাসের খামার। নদীতে বিভিন্ন ধরনের শামুক, শেওলা, ছোট মাছ সহ বিভিন্ন ধরনের খাবার থাকায় নদীর পাশে এই খামারটি গড়ে তুলেছেন। এতে তাদের খরচ কমেছে অর্ধেকেরও বেশি। চার বছর আগে তারা প্রায় দেড় হাজার হাঁস দিয়ে শুরু করেন খামারটি। এখান থেকে প্রতিদিন প্রায় গড়ে ছয়শত থেকে ৮ শত ডিম পেয়ে থাকেন। প্রতিদিন এ ডিম বিক্রি থেকে তাদের আয় হয় ৭ হাজার টাকা। খরচ বাদ দিয়ে মাসে তাদের প্রায় এক লক্ষ টাকারও বেশি আয় হয়।
খামারী চার বন্ধু বলেন, সাধারণত বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে তারা এই খামারটি গড়ে তুলেছেন। গোয়ালন্দের উজানচর ইউনিয়নের গাজী ডাঙ্গা গ্রামের মরা পদ্মা নদীর তীরে তাদের এই খামারটি গড়ে তুলেছেন। প্রতিদিন সকালে নদীতে হাঁসগুলো ছেড়ে দেন আর বিকেল বেলা হাঁসগুলো খামারে আনা হয়। নদীতে হাঁস পালনের কারণে বিভিন্ন ধরনের খাবার খাওয়ায় তাদের খরচ হয় অনেক কম।
চার বছর আগে তারা দেড় হাজার হাঁস কিনে এই খামারটি গড়ে তোলেন। প্রথম বছরের পর থেকেই হাঁসগুলো ডিম দিতে শুরু করে। প্রতিদিন ৬ থেকে ৮ শত ডিম দেয়, যা থেকে প্রতিদিন প্রায় ৭ হাজার টাকার ডিম বিক্রি করতে পারেন। ডিমগুলো খামার থেকেই বিক্রি করেন তারা। প্রতি মাসে এখান থেকে তাদের প্রায় এক লক্ষ টাকার বেশি।
খামারটিতে একটি ছেলে রাখা হয়েছে যে সারাদিন হাঁসগুলো দেখাশোনা করে।
গোয়ালন্দ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম তালুকদার বলেন, তাদের দেখাদেখি অন্যান্যরা হাঁস পালতে উদ্বুদ্ধ হচ্ছেন।
Leave a Reply