অভিমান
----------
ছেঁড়া কাগজেরও অভিমান হয়, পথের ধূলোরও অনুরাগ থাকে; কৃষ্ণচূড়া ফুলের ও কষ্ট থাকে
এমনকি পাখির মনেও প্রেম জাগে, বিরহ থাকে
একই কার্নিশের নীচে দাঁড়ানো দু'টো হৃদয়ের ও
বিচ্ছেদ ঘটে।
সেদিন আমি তোমায় ফেরাতে পারিনি, ছাড়পত্র ছাড়াই বিদায় জানালে, শূন্য হাতে ফিরে এলাম
তারপর.........
রাত গভীরে ঘুমহীন চোখ আকাশের দিকে তাকিয়ে
নক্ষত্রের সাথে আলাপনে জানতে চায়; প্রিয়তম, কেমন আছো? শীত বসন্ত গ্রীষ্ম কিংবা বর্ষার জলে
করুণা করে হলেও যদি জানাতে, জলের শরীর জল ছাড়া কি বাঁচে?
স্পর্শহীন, পরিচর্যাহীন নারীর মন একাকী নিঃসঙ্গ
কতকাল আর বাঁচে?
দগ্ধ হয়ে ভালোবাসা পোড়ে, মন পোড়ে, প্রেম মরে
শকুনের পলকহীন দুটি চোখ চেয়ে থাকে আকাশে।
ময়মনসিংহ।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।