1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
দোয়ারাবাজারে আলীপুর নূরানি একাডেমির তৃতীয় বর্ষে সফল পদার্পণ - ইছামতী নিউজ
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:১৫ অপরাহ্ন

দোয়ারাবাজারে আলীপুর নূরানি একাডেমির তৃতীয় বর্ষে সফল পদার্পণ

নুরুজ্জামান | দোয়ারাবাজার প্রতিনিধি | সুনামগঞ্জ
  • Update Time : Saturday, 24 December, 2022
  • ১৬৫ Time View

নুরুজ্জামান | দোয়ারাবাজার প্রতিনিধি | সুনামগঞ্জ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুর গ্রামে অবস্হিত, আলীপুর নূরানি একাডেমির ২য় বর্ষের সফল পথচলার পর তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে ফলাফল প্রকাশ,শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শনিবার (২৪শে ডিসেম্বর) একাডেমি প্রাঙ্গণে ফলাফল প্রকাশ,শিশু শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিচালকমন্ডলীর সদস্য মোঃ জামাল উদ্দিনের সন্ঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এবং নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস শহীদ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে একাডেমির কোমলমতি শিশুরা লাশ গোসল করানোসহ, দাফন কাফন এবং জানাযার নামাজের প্রদর্শনী পরিবেশনসহ পবিত্র জুমআর খুৎবা মুখস্থ উপস্হাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক হযরত মাওলানা মনোয়ার হুসেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা নর্থ সাউত ইউনিভার্সিটির সিনিয়র আইটি অফিসার মোঃ রাজীব মাহমুদ,আলীপুর মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান,বিশিষ্ট মুরুব্বি আবু হানিফ,বীর মুক্তিযুদ্ধো সফি উদ্দিন, বগুলা স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জামাল উদ্দিন, রুপালী ব্যালকের সিনিয়র অফিসার নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ হুমায়ুন কবির,টেংরা টিলা জামে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হযরত মাওলানা নাজিম উদ্দিন, টেংরা উত্তরপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা মাহবুব আলম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহমুদুর রহমান রাসেল,জগন্নাথপুর ভূমি অফিসে কর্মরত আমির হুসেন, আনসার সদস্য রুমন আহমেদ, বন্ধন কম্পিউটারের পরিচালক আল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি, রুকন উদ্দিন, আঃ মোতালেব, মোশকুদ আলী, জাহের মিয়া এছাড়াও একাডেমির শিক্ষক মাওলানা আব্দুস সোবহান, মোঃ রহমত আলীসহ এলাকার, মুরুব্বি, যুবসমাজ,অভিভাবকসহ সর্বস্হরের জনগণ।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন আধুনিক শিক্ষার পাশাশি ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বআরোপ করে নূরানি একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *