আগামী ঈদকে কেন্দ্র করে নতুন নতুন পোশাকের সমারোহ- বগুড়ার লিজাস কালেকশন।
মঙ্গলবার (২১শে মার্চ) দুপুরের প্রতিবেদনে, তিনি তার বিজনেসকে প্রসারিত করার লক্ষ্যে বগুড়ার অনলাইন উদ্যোক্তা গ্রুপ বিবিজি সহ বিভিন্ন গ্রুপে সংযুক্ত আছেন বলে আমাদের জানান। এছাড়া বগুড়ার অন্যতম নারী উদ্যোক্তা ও বিবিজিএফ এর আইন সম্পাদক হিসাবে দায়িত্বে আছেন। লিজাস কালেকশন মানেই কোয়ালিটি পন্য।
লিজা কালেকশনে পাওয়া যাচ্ছে, ছোট সোনামনিদের সব ধরনের পোশাক সহ মেয়েদের শাড়ি,থ্রিপিস,বোরকা, লেহেঙ্গা সহ যাবতীয় পোশাক ও প্রসাধনী সামগ্রী। লিজাস কালেকশন শুধু অনলাইনে কাজ করেন এমন না, তিনি পাশাপাশি অফলাইনেও রয়েছে। তার একটি শো-রুম আছে। যার ঠিকানা- হাকির মোড় কাউন্সিলর অফিসের বিপরীতে,(মোস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন),বগুড়া।
এছাড়া তিনি ঈদ উপলক্ষে স্পেশালভাবে দেশী-বিদেশী নানান ধরনের পোশাক দিয়ে তার শো-রুম সাজিয়েছেন ইতোমধ্যে। আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি পণ্যের মান ও কোয়ালিটি অসাধারণ। দামেও রিজোনএবল,মানে ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে। আমাদেরকে তিনি আরো বলেন, বগুড়া বিজনেস গ্রুপের পরিচয় দিলে ক্রেতারা পাচ্ছেন বিশেষ ছাড়।
এছাড়া চাঁদনি লিজা একটা ঘোষণা দিয়েছেন যে,ঈদ কেনাকাটায় এক হাজার(১০০০) টাকা থেকে শুরু করে প্রতি হাজারে একটি করে টোকেন দেয়া হবে, টোকেন গুলো চাঁদরাতে লটারি করা হবে, টোকেন প্রাপ্তদের মধ্যে লটারির মাধ্যমে প্রথম
৫ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ্;
তাই দেরি না করে সবাই ঈদ কেনাকাটা করুন লিজাস কালেকশনস থেকে। লিজাস কালেকশন আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।
Leave a Reply