বগুড়ায় সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
শনিবার(১৮ই মার্চ) বেলা ১১ টায় শহরের দওবাড়ি তন্ময় কমিউনিটি সেন্টারে বগুড়া সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। সদর উপজেলা বিএনপির সাধারণ-সম্পাদক এডভোকেট সৈয়দ জহুরুল ইসলামের পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সালে নয়ন ও আতিকুর রহমান আতিকের আমন্ত্রণে সদর উপজেলা বিএনপির ১১ টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।