1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বর্তমান সময়ে লেদা পোকার দমন পদ্ধতি - ইছামতী নিউজ
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৫ পূর্বাহ্ন

বর্তমান সময়ে লেদা পোকার দমন পদ্ধতি

নিউজ ডেস্ক | কৃষি নিউজ
  • Update Time : Thursday, 27 April, 2023
  • ৩৮৫ Time View

পরিচিতিঃ-পূর্ণ বয়স্ক মথের পাখার বিস্তৃতি ১ ইঞ্চি। পূর্ণ বয়স্ক মথ গাছের নিচে গুচ্ছাকারে ডিম পারে। ডিম গুলি রেশমি লোম দ্বারা আবৃত। লেদা পোকা কেটে কেটে খায় বলে ইংরেজীতে এদের কাটওয়ার্ম বলে।

বৃহস্পতিবার (২৭শে এপ্রিল)  বিকালের প্রতিবেদন,এই  প্রজাতির পোকারা সাধারণত শুকনো ক্ষেতের জন্য বেশী ক্ষতিকর। কারণ এদের জীবন চক্র শেষ করার জন্য শুকনো জমির দরকার হয়।

পার্শ্ববর্তী ঘাসের জমি থেকে লেদা পোকার কীড়া নিচু, ভিজা জমির ধানক্ষেত আক্রমণ করে।
প্রথমাবস্থায় কীড়াগুলো শুধু পাতাই খায়, কিন্তু বয়স্ক কীড়া সম্পূর্ণ পাতাই খেয়ে ফেলতে পারে। এরা চারা গাছের গোড়াও কাটে।

ক্ষতির ধরণঃ- প্রথমাবস্থায় কীড়াগুলো শুধু পাতা খায়, বয়স্ক কীড়া সম্পূর্ণ পাতাই খেয়ে ফেলতে পারে।
এরা চারা গাছের গোড়াও কাটে। পাতার পাশ থেকে কেটে এমনভাবে খায় যে ধান গাছের কান্ড অবশিষ্ট থাকে।
কীড়া ও পূর্ণবয়স্ক উভয়ই ধানের পাতার পাশ থেকে খেতে থাকে। এরা চারার গোড়াও কাটে।

জৈবিক ও যান্ত্রিক পদ্ধতিতে দমনঃ-
আক্রান্ত ক্ষেতে সেচ দিয়ে ডুবিয়ে দেওয়া।
ডালপালা পুঁতে পার্সিং করে এদের সংখ্যা কমানো যায়।
আলোর ফাঁদ ব্যবহার করে পূর্ণবয়স্ক মথ ধরে মেরে ফেলা।
ধান কাটার পর শস্যের অবশিষ্ট অংশ পুড়িয়ে ফেলা।

রাসায়নিক পদ্ধতিতে দমনঃ- লেদা পোকা দমনের জন্য- পর্বত ২.৫ ইসি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা হিরামনি-৪৮ ইসি ১০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতক জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।
অথবা নুরফস ৫৫ ই সি ২০ মিলি প্রতি ১০ লিটার পানিতে মিশিয়ে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। একর প্রতি মাত্রা ২০০ মিলি।

ক্ষতির ব্যপ্তিঃ-লেদা পোকার আক্রমণ আমন ও আউশ মৌসুমে বেশি হয়।

পরামর্শক্রমে-

মোঃ আক্তারুজ্জামান মনির

এরিয়া ম্যানেজার

স্মার্ট এগ্রোভেট

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *