বগুড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিনহাজ (২১) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী এসওএস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ উপজেলার নুনগোলা ইউনিয়ের কুকরুইল এলাকার রানা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল আহম্মেদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিনহাজ মাটিডালী থেকে এসওএস স্কুলের সামনে আসতেই পেছনে থেকে কুড়িগ্রাম এ আর ট্রাভেলস্ নামক একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে যায় মিনহাজ এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাসটি পালানোর চেষ্টা করলে বাসের সাথে মোটরসাইকেলটি আটকে থাকায় বাসটির গতি থেমে যায়। পরে পুলিশ এসে বাসটিকে আটক করে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া বলেন, নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাসটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
Leave a Reply