বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে শহরের কলোনী থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ইয়াকুবিয়া মোড়, জলেশ্বরীতলা জজকোর্ট ঘুরে নবাববাড়ী সড়ক দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। জাতীয় পতাকা ও দলীয় পতাকার পাশাপাশি ব্যানার-ফেস্টুন, জিয়াউর রহমান-খালেদা জিয়া-তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী এ র্যালিতে অংশ নেয়।
র্যালিতে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বড় বড় প্রতিকৃতি হাতে ‘শুভ শুভ শুভদিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ইত্যাদি স্লোগান দিয়ে কর্মী-সমর্থকরা উৎসবমুখর করে তোলে।
র্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করা হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর ঢাকার রমনা গ্রিনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। দলটি তার ৪৫ বছরে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় গেছে।
তিনি আরো বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। তাঁর উন্নত চিকিৎসা করতে দেয়া হচ্ছে। বিএনপি এই ভোটবিহীন সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছে। দেশের জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা হবে। আগামী নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। অন্য কোন পস্থায় নির্বাচন হতে দেয়া হবে না।
জেলা বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম, কেএম খায়রুল বাশার, জাহিদুল ইসলাম হেলাল, বিএনপি নেতা এম.আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাইন, আহসানুল তৈয়ব জাকির, শহর বিএনপির সভাপতি এ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাবেসক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম শুভ, সদস্য সচিব আবু হাসান, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যানসহ প্রমুখ।
Leave a Reply