বিএনপির সংবিধান বিরোধী অপরাজনীতির প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় শহরে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কামরুল মোর্শেদ আপেল, মাহফুজুল আলম জয়, উদয় কুমার বর্মন, ইফতারুল ইসলাম মামুন, নজরুল ইসলাম বিটুল, শাহজাহান আলী, লতিফুল ইসরাত মুন্না, সাজেদুর রহমান সিজু, মাইসুল তোফায়েল কোয়েল, মোস্তাকিম রহমান, রাসেদুজ্জামান রাসেল, জাকারিয়া আদিল, ফজলে রাব্বি মিথুন, শ্রাবন আবেদীন সনি, মোশারফ হোসেন বুলবুল, আব্দুল্লাহেল বাকী প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে অপরাজনীতির পথ বেছে নিয়েছে বিএনপি জোট। আন্দোলনের নামে তারা দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেস্টা করছে। দেশের উন্নয়ন অগ্রগতি স্তব্ধ করে দিয়ে পাকিস্তানী ভাবধারায় ফিরে যেতেই অযৌক্তিক আন্দোলন করছে তারা। বিএনপি জোট জনসমর্থন হারিয়ে দেশে বিদেশে মিথ্যাচারে লিপ্ত। তারা আগামী নির্বাচনে জয়ী হতে পারবেনা বলেই নির্বাচন থেকে সরে যাওয়ার নানা কৌশল করছে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। তাই দেশবিরোধী অপরাজনীতি রুখে দিতে যুবলীগের নেতাকর্মীদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মিছিলটি সাতমাথা টেম্পল রোডস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
Leave a Reply