লাইসেন্স না থাকায় জয়পুরহাটে দুই বেকারির স্বত্বাধিকারীর ২০ হাজার টাকা জরিমানা। জয়পুরহাট জেলা প্রসাশনের সহযোগিতায় BSTI এর বিভাগীয় প্রতিনিধিগণ জয়পুরহাটে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
রবিবার (১৭সেপ্টেম্বর) বিকাল ৫টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এঅভিযান পরিচালনা করা হয়। এঅভিযান পরিচালনা কালে পৌর শহরের দুটি বেকারির সত্তাধীকারীকে BSTI আইন ২০১৮ এর সম্পর্কিত ধারায় মানিক বেকারি ও শোয়েব ব্রেড এণ্ড বিস্কুট ফ্যাক্টরীর সত্তাধীকারীকে দশহাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জনতা বেকারির পণ্যের প্যাকেটে মান লাইসেন্স, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সঠিক ভাবে থাকায় সত্তাধিকারীকে ধন্যবাদ জানান হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাবিল উদ্দিন ও প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী BSTI বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার CM জনাব মোঃ দেলোয়ার হোসেন।
এসময় জনাব দেলোয়ার হোসেন বলেন, জনস্বার্থে BSTI বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সকল জেলায় এ অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এঅভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Leave a Reply