জয়পুরহাটের কালাইয়ে ওমর কিণ্ডারগার্টৈন স্কুল এন্ড ওমর গার্টেন একাডেমীর ২০ বৎসর পূর্তি এবং তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসবে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান _১০মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন প্রতিদিন প্রতিনিয়ত পরিকল্পনার মাধ্যমে স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে। পড়ালেখায় গণিত, বিজ্ঞান, ও প্রযুক্তিকে রাখতে হবে সবার উপর। তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার আজ শেষ দিন।
বৃহস্পতিবার (৯ই নভেম্বর) দিন ব্যাপী এআয়োজনে আয়মান সাদিক উপস্থিত থেকে অত্র প্রতিষ্ঠানের ১৫০০ শিক্ষার্থীদের মাঝে ইংরেজী কে ভালো করার কৌশল, বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং লালিত স্বপ্ন পূরণের মাধ্যমে_নিজের লক্ষ্যে পৌঁছাতে নানা ধরনের পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন। গতানুগতিক পড়ালেখার পাশাপাশি তিনি গবেষণা মূলক পড়ার গুরুত্ব দিতে বলেছেন। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আব্দুল আজিজ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী মহোদয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জনাব মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, পৌর মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস, কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোঃ ফজলুর রহমান প্রমুখ। বিজ্ঞান মেলার এ উৎসবে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞান প্রজেক্ট সহ মোট ৩৪টি ষ্টল অতিথিবৃন্দ পরিদর্শন করেন।
মেলা চলাকালীন সময়ে কালাই উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মেলায় স্বতস্ফূত অংশগ্রহণ ছিল। বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল।
Leave a Reply