বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল ইসলাম তিনমাথায় অবস্থিত বগুড়া যুব প্রশিক্ষণ কেন্দ্রে জেলা প্রশাসন জাতীয় যুব দিবস পালন করেন।
বুধবার (১ নভরম্বর) সকাল ৯.৩০ মিনিট বগুড়া ও যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া কর্তৃক আয়োজিত “জাতীয় যুব দিবস ২০২৩” এর আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম (বার), পি পি এম; বগুড়া জেলার সম্মানিত সিভিল সার্জন জনাব ডাঃ মোহাম্মাদ শফিউল আজম; যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়া এর উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন।
উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন কোর্স এর প্রশিক্ষণার্থীবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বগুড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যুব উদ্যোক্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। দিবসের প্রতিপাদ্য ছিল “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”। উক্ত অনুষ্ঠানে যুব ঋণ ও সনদপত্র বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীকে ক্রেস্ট প্রদান এবং যুব ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
মান্যবর জেলা প্রশাসক মহোদয় স্মার্ট ও আত্মনির্ভরশীল বগুড়া জেলা গড়ে তোলা লক্ষ্যে উপস্থিত তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
Leave a Reply