1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আর নেই - ইছামতী নিউজ
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
আপডেট নিউজ :
মহাস্থান কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা বগুড়ায় ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু সকল মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে- বাদশা আইনকে তোয়াক্কা না করে সকল অনিয়মের সাথে জড়িত মহিলা মেম্বার জাহানারা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টা মামলায় জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী আটক সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেফতার ৪২ বছরে গ্রামীণ ব্যাংকের পদার্পণ অবৈধ পথে ভারতে পালিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বগুড়ায় সুশাসনের জন্য নাগরিক(সুজন)কতৃক   শারদীয় উৎসব  দুর্গাপূজা উপলক্ষে ডিসি এসপির সঙ্গে মতবিনিময় বগুড়ার কলোনীতে চুন্নু চাপ এন্ড কাবাব ঘরে অগ্নিকান্ড

বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আর নেই

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Friday, 3 November, 2023
  • ২০০ Time View

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মো,ছামছুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (৩ নভেম্বর) সকাল আটটার দিকে ঢাকায় হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার পরিবার সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি বগুড়া শহরের নাটাইপাড়ায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ডক্টরস ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে ইসিজি করে তার কোন সমস্যা ধরা না পড়লে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু রাতে তিনি বাড়িতে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ইসিজি করা হলে তার হার্টে সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানান। সেইসাথে তাকে ঢাকায় হার্ট ফাউন্ডেশনে ভর্তির পরামর্শ দেওয়া হয়। এরপর বগুড়ার ওই হাসপাতাল থেকে তাকে রাত ২টার দিকে রাজধানীর হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল আটটার দিকে বেড থেকে উঠে ওয়াশরুমে যাওয়ার সময় তিনি ইন্তেকাল করেন।

আজ শহরের জামিলনগরে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে প্রথম জানাজা এবং বাদ আসর তার গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ইসলামপুরে দ্বিতীয় জানাজা ও বাদ এশা বগুড়া শহরের ঠনঠনিয়ায় নুরুল আলা মাদ্রাসা প্রাঙ্গনে তার তৃতীয় জানাজা শেষে তাকে ভাই পাগলা মাজার সংলগ্ন দক্ষিণ বগুড়া গোরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সাথে শোক প্রকাশ করেছেন করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ।

উল্লেখ্য, জেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর তিনি ২০১৭ সালে মে মাসে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেন। এরপর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সাথে তিনি দায়িত্ব পালন করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *