চিঠি “””””””’
“”””””””””””’মমোশাদ হোসেন
মাগো, তোমার চিঠি খানা রেখেছি যতন করে।
নতুন একটি পতাকা নিয়ে আসবো আমি ফিরে
দেশ বাঁচানোর শপথ নিয়ে ঘর এসেছি ছেড়ে-
আর কটা দিন শবুর করো আসবো আমি ফিরে।
নিজের দেশেই পরাধীন আর থাকবো কতদিন?
তাইতো এসেছি যুদ্ধে, মাগো শুধিয়ে নিতে ঋণ।
পাকিস্তানের শিয়াল-শকুন হায়নার দল যত-
ছিড়ে ছিড়ে পুরো বাংলা খেয়েছে, হৃদয় করে ক্ষত
পাল্টা জবাব দিয়েছি তাদের, মুচড়ে দিয়েছি হাত।
আর কতদিন চুপ থাকা যায়? তাই মহা প্রতিবাদ।
এমনি হাজার মায়ের ছেলের আত্ন ত্যাগের জন্য,
স্বাধীন হয়েছে বাংলাদেশ,আর বাঙ্গালী হয়েছে ধন্য।
বিজয়ের এই মহান দিনে সবাই চলো শপথ করি।
ন্যায় -নীতি আর আদর্শের এক সোনার বাংলা গড়ি।
Leave a Reply