বগুড়া- ৬ (সদর) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাগেবুল আহসান রিপু। ১৪৪ টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট।
রবিবার (৭ জানুয়ারি) বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু ১০ হাজার ১৭৯ ভোট, জাতীয় পার্টির আজিজ আহম্মেদ রুবেল ৮৬২ ভোট এবং ন্যাশনাল পিপলস্ পার্টির শহিদুল ইসলাম ৩৭১টি ভোট পেয়েছেন।
বগুড়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ফিরোজা পারভীন জানান, বগুড়া-৬ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে। রোববার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত দেশের ২৯৯ আসনে ব্যালট পেপারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সম্পাদক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | ০৯৬৩৮৯০০৯৯৯ | ০১৭৩৫২৫০০৮২ | ০১৭১১০১০৮৯৬ | ০১৭১৯৬৬৯৩৩৬ | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।