বর্ষবরণ
মমোশাদ হোসেন
""""""""""""""""""'""""
তোমার বর্ষবরণ করোছো ফাটিয়ে পটকা-বাজি,
নামাজ-কালামে ঈমানদার আল্লাহকে করে রাজি।
তোমরা যখন ব্যাস্ত থাকো অশ্লীল গান বাজাতে!
ঈমানদাররা ব্যাস্ত তখন নিজের কলব সাজাতে।
গান-বাজনা নর্তকি নাচে আল্লাহর কৃপা পেলে!
গান-বাজনা করতো সবাই, নামাজ-কালাম ফেলে!
অসভ্যতা-অশ্লীলতা,বেহায়াপনায় কল্যান নেই কভূ
তাই সব ছেড়ে সেই কাজ করো যে কাজে খুশি প্রভূ।
যে কাজে খুশি পিতা-মাতা কিংবা খুশি শিক্ষাগুরু,
সব কিছু ছেড়ে নতুন বছরে সেই কাজ করো শুরু,
খোদার প্রেমে নতুন বছর রাঙ্গিয়ে করো রঙ্গিন
তবে পূর্ণ হবে স্বপ্নগুলো, যা ছিলো বিবর্ণ রঙহীন
নতুন বছর, নতুন দিন আর নতুন এই শুভ ক্ষণে
চলো! এই শপথ টা করি সবাই, সবার নিজের সনে।
সম্পাদক ও প্রকাশক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | +8801711010896 | +8801711651576 | +8801735250082 | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।