আগামীকাল ১৭ জুন সোমবার বাংলাদেশে পবিত্র ঈদ উল আযহা। আল্লাহ প্রদত্ত মু’মিন মুসলিমের জন্য আনন্দের দিন। আনন্দের এই দিনটি উদযাপনের জন্য নবীজি (সা) যে কাজগুলো করতেন সেগুলো করার মাধ্যমে আমরা বাড়তি সওয়াব লাভ করতে পারি। দিনটি আমাদের জন্য ইবাদতে পরিণত করতে পারি। চলুন জেনে নিই ঈদের দিনের সুন্নাহসমূহ।
تَقَبَّلَ اللّهُ مِنَّا وَ مِنْكُمْ
আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে সকল নেক আমলগুলোকে কবুল করে নিন।
আমাদের সমাজে ঈদ মুবারক কথাটি প্রচলিত রয়েছে। এটিও বলা যাবে। তবে অভিবাদন জানানোর পূর্বে সালাম দিতে হবে।
ঈদের নামাজের নিয়ম, ঈদের নামাজের কিছু সাধারণ ভুল, ঈদের নামাজের এক বা একাধিক রাকাত মিস করলে করণীয়, ঈদের দিনের করণীয়-বর্জনীয় ইত্যাদি সম্পর্কে জানতে এই লিংকের পোস্টগুলো পড়তে পারেন।
আমাদের উচিত ঈদকে কেন্দ্র করে সকল রকম অপসংস্কৃতি ও অনৈসলামিক কার্যকলাপ থেকে নিজেদের বিরত রাখা। আতশবাজি, পটকাবাজি সহ এমন কিছু যেন আমাদের দ্বারা না ঘটে যার দ্বারা মানুষের কষ্ট হয়। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মসজিদের জুমআর খুতবায় ও অন্যান্য সময় আলোচনা করা যেতে পারে।
আল্লাহ তায়ালা আমাদের ঈদের দিনকে তার আনুগত্যের মধ্যে থেকে উদযাপনের তাওফিক দান করুন। আমীন।
Leave a Reply