দিনাজপুরের ঘোড়াঘাটে এক নিরহ আদিবাসি পরিবারকে জমা-জমি বিরধে জেরে হত্যাসহ উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আবিরেরপাড়া গ্রামে। থানায় দাখিলকৃত অভিযোগ পত্রে জানা গেছে, আবিরেরপাড়া মৌজায় দীর্ঘ ৩৫-৪০ বছর থেকে ইটের প্রাচীর ঘেরা ৩০ শতক জমি নিয়ে উপজেলার হাটপাড়া গ্রামে মৃত্যু খোরশেদ আলমের পুত্র শরিফ আলমের সাথে আদালতে একটি চিরস্থায়ী নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। যাহার মামলা নং- ৪৫/২২ অন্য।
একই জমির ক্রয় সূত্রে দাবিদার শরিফ আলম গত ২১ জুন শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে জনৈক লাঠিয়াল বাহিনীর সদস্য শ্যামপুর গ্রামের মৃত-ইসমাইল সিংঙ্গাদারের পুত্র খোকা মিয়াকে সাথে নিয়ে বাদীর বাড়িতে গিয়ে হুমকি দেয় যে, বিরোধীয় জমিতে গেলে হত্যাসহ মারপিট করার হুমকি দেয় খোকা। এসময় গৃহকর্তা ন্যাজারিনা মার্ডীর মেয়ে তাদের এ কার্যকলাপ ভিডিও ধারন করতে থাকলে প্রতিপড়্গরা চলে যায়।
এ ঘটনায় ন্যাজারিনা মার্ডী বাদী হয়ে শনিবার ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করে।এ ব্যাপারে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদের সাথে কথা হলে তিনি অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
Leave a Reply