বিয়ের দাবিতে বগুড়া শেরপুর উপজেলা থেকে এসে বগুড়া সদর উপজেলা রাজাপুর সরদার পাড়া গ্রামের সাঈদ জামানের ছেলে প্রেমিক শাকিলের বাড়িতে অনশনে বসেছেন বগুড়া আইন কলেজের ছাত্রী রিশমা খাতুন। এ ঘটনায় আত্মগোপনে রয়েছেন প্রেমিক শাকিল ।
বুধবার (২৬ জুন) রিশমা খাতুন জানান, এক বছর আগে থেকে শাকিলের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয়রে জের ধরেই তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং নিজের আবেগ অনুভূতি ও ভালোবাসা সবটুকু বিলিয়ে দিয়েছিলেন শাকিলকে। বিষয়টি জেনে প্রেমিক শাকিলের বাড়িতে ছুটে এসেছেন প্রেমিকা রিশমা খাতুন । রিশমা বলেন, বিয়ে হবে না হয় এই বাড়িতে হবে আমার কবর।
বগুড়া আইন কলেজ ছাত্রী রিশমা অভিযোগ করে আরো বলেন, শাকিল আমার সবকিছু শেষ করে দিয়েছে। এখন আর আমাকে বিয়ে করতে চায় না, ফোন রিসিভ করছে না, তাই আমি আজ (২৬ জুন) বুধবার সকাল ১০ টা থেকে অনশন শুরু করেছি।
Leave a Reply