বগুড়া বিসিকের উদ্দ্যোগে পশুর চামড়া লবণ লাগিয়ে সংরক্ষণ সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন-এ কে এম মাহফুজুর রহমান।
বুধবার (১২ জুন) বগুড়া জেলার সবচেয়ে বড় পশুর হাট মহাস্থানগড়ে এ কার্যক্রম পরিচালনা করেন। চামড়া আমাদের জাতীয় সম্পদ । এ সম্পদকে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। জেলা ও মহানগরে চমড়া সংরক্ষণের জন্য জনপ্রতিনিধি থেকে শুরু করে চামড়া সংশ্লিষ্ট সবার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তারা বিভিন্ন সভায় প্রচার করছেন। চামড়া অবশ্যই শেডের মধ্যে সংরক্ষণ করতে হবে। প্রত্যেক উপজেলায় দুই থেকে তিনটা জায়গায় চামড়া সংরক্ষণ করতে হবে।
সে বিষয়ে আপনাদের গুরুত্ব দিতে হবে। খোলা জায়গায় কোনোভাবে চামড়া সংরক্ষণ করা যাবে না। অবশ্যই শেড দেওয়া স্থানে চামড়া সংরক্ষণ করতে হবে। এরই ধারাবাহীকতায়, বিসিক জেলা কার্যালয়, বগুড়ার উদ্যোগে বগুড়া জেলার সবচেয়ে বড় পশুর হাট মহাস্থানগড়ে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় কোরবানিকৃত পশুর চামড়া লবণ লাগিয়ে সংরক্ষণ সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ ও ব্যানার টানানো হয়। উক্ত কর্মসূচিতে বিসিক জেলা কার্যালয়, বগুড়ার উপমহাব্যবস্থাপক জনাব এ কে এম মাহফুজুর রহমান ও শিল্পনগরী কর্মকর্তা জনাব শাহীনুর রহমান,গোলাম রব্বানী, সসম্প্রসারণ কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। স্থিরচিত্র দেয়া হলো।
Leave a Reply