মালয়েশিয়ায় আমন্ত্রণমূলক অ্যাথলেটিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ। আর প্রথম আসরেই মালয়েশিয়া থেকে সুখবর পাঠিয়েছেন অ্যাথলেটরা। প্রথম দিন নারীদের হাই জাম্পে রৌপ্য জিতেছিলেন রিতু আক্তার।
শনিবার (১৫ জুন) আরও বড় খবর দিলেন দূরপাল্লার দৌড়বিদ আল আমিন। ৩০০০ মিটার স্টেপল চেজে অংশ নিয়ে স্বর্ণ জিতেছেন তিনি। আল আমিন এই কীর্তি গড়তে সময় নিয়েছেন ৯.৩২:৩৯ সেকেন্ড। রিতু ও আল আমিন ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য অ্যাথলেটরা হলেন-হাইজাম্পে মাহফুজুর রহমান, ৪০০ মিটারে জহির রায়হান, গৌরাঙ্গ রায়, হ্যামার থ্রোয়ে নাজমুল হোসেন, পোলভোল্টে সৌরভ মিয়া।
আগামী অক্টোবরে চেন্নাইয়ে হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণ এশিয়ান অ্যাথলেটিকস। নভেম্বরে হংকংয়ে আছে এশিয়ান ইনডোর। এই দুটি প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই মালয়েশিয়ায় দল পাঠানো হয়েছে।
Leave a Reply