মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ জুন) দুপুরে বগুড়া শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ ২০২৪ সালের এইচএসসি পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহাস্থান মাজার মসজিদের খতিব মাওলানা ইমদাদুল হক উক্ত দোয়া পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের গভর্ণিং বডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল ইসলাম দুলাল, মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ অধ্যক্ষ মামুনুর রশীদ প্রামাণিক, শিবগঞ্জ উপজেলা জাতীয় পার্টি সভাপতি ইরফান আলী, বগুড়া জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক হুসাইন শরিফ সঞ্চয়, রায়নগর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, রায়নগর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি মোশাররফ হোসেন, জেহাদুল হাসান শালুক,মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজ সহকারী অধ্যাপক মহম্মদ লুৎফুল হক, মতিউর রহমান, প্রভাষক জামিনুর রহমান পূমখ।
Leave a Reply