দিনাজপুরের ঘোড়াঘাটে মিনি ট্রাকের ধাক্কায় বছির উদ্দিন বাক্কা (৫০) নামের এক ভ্যান আরোহী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ভ্যান চালক মাইকেল (৪৭)।
রবিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার সময় পৌরসভার মিশনমোড় নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বছির উদ্দিন বাক্কা পৌরসভার শ্যামপুর এলাকার মৃত- আবুল কাশেম মন্ডলের ছেলে এবং আহত ভ্যান চালক মাইকেল উপজেলার ৩নং সিংড়া ইউপির মিশনপাড়া গ্রামের রাখাল পাহাড়ির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজ শেষে ভ্যানযোগে বছির উদ্দিন বাক্কা দূর্ঘটনাটা স্থলে পৌছালে পিছনে থেকে আসা দিনাজপুরগামী ফলবাহী একটি মিনি ট্রাক (যাহার নম্বর- ঢাকা মেট্রো-ন ১৮-৯৩৫৩) সজোরে ভ্যানটিকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ও ভ্যান দুইটি রাস্তার খাদে পরে যায়। পরে স্থানীয়রা ভ্যান আরোহী বাক্কাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করলে পতিমধ্যে বাক্কার মৃত্যু হয়।
জানতে চাইলে, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবব্রত রায় জানান, লাশটি যাচাই বাচাই শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক ও সহযোগী পলাতক রয়েছে। এ বিষয়ে সড়ক আইনে একটি মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply