সদরের চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসার পূর্ণাঙ্গ কমিটি গঠন। বগুড়া সদরের চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসার পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বগুড়া সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস এর সভাপতিত্বে বুধবার দুপুরে চাঁদমুহা সরলপুর দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের পূর্নাঙ্গ কমিটি কঠন করা হয়।
শনিবার (১৫জুন) অভিভাবক সদস্যদের ভোটে নির্বাচিত সদস্য, শিক্ষক প্রতিনিধি, দাতা সদস্যসহ সকলের সর্ব সন্মতিক্রমে বিশিষ্ট সমাজ সেবক, সকলের আস্তাভাজন, শিক্ষিত ও মার্জিত ব্যক্তি আব্দুল খালেককে ২ বছরের জন্য কমিটির সভাপতি নির্বাচিত করা হয়। গোকুল ইউনিযনের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিমের আওয়ামীলীগের এক অংশের বিশাল বিজয়ের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্যদের বিজয় হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সদস্য সচিব ও অত্র মাদ্রাসার সুপার নাসির উদ্দিন,দাতা সদস্য জমিউল ইসলাম, শিক্ষক প্রতিনিধি গোলাম মোস্তফা,অজয় কুমার, রাবেয়া খাতুন, অন্যান্য সদস্যরা হলেন হারুনার রশিদ, নুর আলম,সৈয়দ আনোয়ার হোসেন, মিজানুর রহমান সালাম, সংরক্ষিত মহিলা সদস্য আক্তারা বেগম।
প্রিজাইডিং অফিসার ও আজকের কমিটি গঠনের সভাপতি নাজিয়া শামস বলেন সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে আজকের সুন্দর একটি কমিটি গঠন করে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি সেই সাথে কমিটির নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব তারা যেন শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করেন। সদস্য সচিব নাসির উদ্দিন বলেন ভাল একটি কমিটিই পারে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের উন্নয়ন করতে। কমিটির নব নির্বাচিত সভাপতি সমাজ সেবক আব্দুল খালেক বলেন, মাদ্রাসা একটি ধর্মীয় প্রতিষ্ঠান। দ্বীনি দায়িত্ব নিয়ে আমি মাদ্রাসা ও শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন করতে চাই। এজন্য কমিটির সকল সদস্য, অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীর সহযোগীতা এবং সু পরামর্শ দরকার। তিনি সকলের কাছে কমিটির সকল সদস্যদের জন্য দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, গোকুল ইউপি সদস্য শামীম আহম্মেদ, বজলুর রহমান, নেতা লুৎফর রহমান টুকু, রেজাউল করিম, আঃ জলিল, আকরামিন, , আইয়ুব আলী, কাজল, জিল্লার, জাকির, গোলাম, আঃ রহমান, আব্দুল মজিদ সহ শিক্ষানুরাগী ব্যক্তি বর্গ।
Leave a Reply