নতুন উদ্যোগ মানে নতুন সৃষ্টি,নতুন গল্প, সৃষ্টিকে পরিশ্রম দিয়ে বিকশিত করাই হোক মূল সংকল্প। এই শ্লোগানের ধারাবাহিকতায়, ইপি বগুড়া জেলা চা-আড্ডা ও পন্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোছাঃ সামরোজ নওশীন লিথী,ইপি’র জেলা প্রতিনিধি।
রবিবার (৭জুলাই) বিকালে ইপি উদ্যোক্তা ট্রেনিং ইনস্টিটিউট, ইপি উইমেল অ্যান্ড ই-কমার্স ফোরাম ও ইপি যুব সংগঠনের আয়োজনে বিকাল ৩ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত বগুড়া’র উডবার্ন হোটেলে এ অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া সদর উপজেলার চেয়ারম্যান, শুভাষীশ পোদ্দার লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোটেল রোচাস এর ব্যবস্থাপনা পরিচালক, তাহমিনা পারভীন শ্যামলী।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইপি’র বগুড়া জেলার ৪১ জন প্রতিনিধি।
প্রতিনিধির তালিকা নিম্নরুপ –
১। সামরোজ নওশীন লিথী।
২। আক্তারুজ্জামান মনির।
৩। কণা খাতুন।
৪। আফসানা ইতি।
৫। রুণা খাতুন।
৬। আরফিনা হোসেন।
৭। আয়শা সিদ্দিকা।
৮। আতিফা আক্তার আশা।
৯। ইসরাত জাহান।
১০। হাসি খাতুন।
১১। তাহেরা বেগম।
১২। সাবেরা সুলতানা।
১৩। নশিন ফাবিহা মনা।
১৪। জান্নাতুল ফেরদৌস।
১৫। সাথি।
১৬। কানিজ জাহান করবী।
১৭। তুষি।
১৮। নুরুন নাহার আন্নি।
১৯। কুমকুম নাহার।
২০। নাজনীন নাহার।
২১। সুমা।
২২। বিউটি।
২৩। আফিয়া আনজুম।
২৪। জুই।
২৫। সাজিয়া খাতুন।
২৬। বিউটি শেখ।
২৭। ফারজানা বৃষ্টি।
২৮। শাম্মি রুনা।
২৯। সিরাজুম মনিরা।
৩০। আসুমা।
৩১। উম্মে হানি।
৩২। আফসানা সিমি।
৩৩। জাকিয়া সুলতানা।
৩৪। আফসানা খাতুন।
৩৫। আফসানা।
৩৬। মাহমুদা খাতুন
৩৭। শামিমা আক্তার।
৩৮। রত্না খাতুন।
৩৯। শারমিন।
৪০। শাদমিন কলি।
৪১। মরিয়ম সুলতানা রুমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলে পন্যগুলি পরিদর্শন করেন। তিনি আরো বলেন, নারী উদ্দ্যোক্তা একটি মহত্ত্ব এবং দেশ সেবার কাজ। আপনারা এগিয়ে যান, আমি উপজেলা চেয়ারম্যান হিসাবে যাবতীয় সহযোগিতা করবো। পরিশেষে সকল উদ্দ্যোক্তাদের পরিচয়ের মাধ্যমে এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply