গ্রামীণ ব্যাংকে সারা দেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে ।
বৃহস্পতিবার (৪ জুলাই) এ কর্মসূচি পালন করা হয় । গ্রামীণ ব্যাংক গ ণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ঋণগ্রহীতা সদস্যদের যৌথ মালিকানায় পরিচালিত একটি বিশেষায়িত ব্যাংক। গ্রামীণ ব্যাংক ২০২৪ সালে ৩০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে।এ কর্মসূচি বাস্তবায়নে মান্যবর চেয়ারম্যান স্যার জনাব সাইফুল মজিদ ও ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ স্যারের নির্দেশনায় ব্যাংকের সকল সহকর্মী ও ঋণগ্রহীতা সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এ বিশেষ দিবসে কর্মসূচিটি পালিত হয়।
ফলদ বনজ ঔষধি রোপণ করব কয়েক কোটি, দেশের বায়ু দেশের মাটি করব মোরা খাঁটি _এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গ্রামীণ ব্যাংক বগুড়া যোনেও এ কর্মসূচি পালিত হয়। বগুড়া যোনের সুযোগ্য কর্ণধার শ্রদ্ধেয় যোনাল ম্যানেজার জনাব মোঃ আলী আহসান স্যারের নির্দেশনায় যোনের সকল শাখার সদস্যদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষরোপণ উৎসব দেখা যায়। শ্রদ্ধেয় যোনাল ম্যানেজার মহোদয় জনাব আলী আহসান ,প্রধান অতিথি এবং শ্রদ্ধেয় অডিট অফিসার জনাব মোঃ আল মামুন বিশেষ অতিথি হিসাবে গ্রামীণ ব্যাংক মাঝিড়া শাখার সদস্যদের মাঝে উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালনে এক নতুন মাত্রা যোগ করেন। গাছে গাছে ভরবো দেশ , আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ_এ প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীণ ব্যাংক কালাই এরিয়ার ১২ টি শাখার সদস্যদের ও ফলজ,বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করতে দেখা যায়।
গ্রামীণ ব্যাংক কালাই এরিয়ার সুযোগ্য এরিয়া ম্যানেজার মহোদয় জনাব মোঃ আল আমিন,এ কর্মসূচিতে নেতৃত্ব দেন। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে উপস্থিত সদস্যদের বলেন, গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচনে বর্তমানে এক নতুন মাইলফলক। গ্রামীণ ব্যাংকের মোট সদস্যের ৬৮ শতাংশ দেখেছেন স্বচ্ছলতার মুখ। তিনি আরো বলেন, বৃক্ষ মানুষের ভাল বন্ধু। বৃক্ষ আছে বলে পৃথিবী বৈচিত্র্যময়।বৃক্ষ মানুষের ফুল ফল , কাঠ, জ্বালানি, অক্সিজেন, কাঁচামাল সরবরাহ করে মানুষের জীবন গতিশীল রাখছে।
তাই আপনাদের সামাজিক ও আর্থিক বিকাশ ঘটাতে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। এরপর উপস্থিত সকল সদস্যদের মাঝে ফলদ ও বনজ বৃক্ষ দেয়া হয়।
সম্পাদক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | ০৯৬৩৮৯০০৯৯৯ | ০১৭৩৫২৫০০৮২ | ০১৭১১০১০৮৯৬ | ০১৭১৯৬৬৯৩৩৬ | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।