শিবগঞ্জ উপজেলার ১০ নং সৈয়দপুর ইউনিয়নের হাবিবপুরের নবীপুর হাজিপাড়া গ্রামের মৃত সোলায়মান আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা সাইদুরজ্জামান (৮০) এর রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় হাবিবপুর স্কুল এন্ড কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা তাসনিমুজ্জামান গার্ড অব অনার গ্রহণ ও বীর মুক্তিযোদ্ধা সাইদুরজ্জামানের মরদেহে পুষ্পমাল্য অর্পন করেন। এ সময় মোকামতলা ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলমের নেতৃত্বে একটি চৌকশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। বীর মুক্তিযোদ্ধা ছিলেন একজন নিঃসন্তান। তার নিজের কোন ছেলেমেয়ে ছিলনা। তবে এলাকার একজন ভাল মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বুধবার রাত অনুমান ১২ টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।
তিনি সৈয়দপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্ব পালন করা কালে মৃত্য বরণ করেন।জানাজায় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধার সাবেক কমান্ডার আব্দুল বারী, সহ উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযুদ্ধা, মহাস্থান গড় প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, কোষাধ্যক্ষ গোলজার রহমান, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম সৈকত , সাংবাদিক আজিজুল হক বিপুল সহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
Leave a Reply