রায়মাঝিড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে আবদুল বাছেদের পরিবারকে ২ দিনে পরপর তিনবার মারাত্মকভাবে মারপিট করেন ঔ গ্রামের সাবেক মেম্বার ওয়াহেদ পরিবার।
শনিবার (২৪ আগস্ট) বগুড়া সদরের লাহিড়িপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া গ্রামে তিন দিন যাবত সিরিয়াল সংঘর্ষে সাবেক ইউপি সদস্য ওয়াহেদ মেম্বার গং এবং আব্দুল বাছেদের মাঝে বিদ্যমান প্রতি হিংসা মূলক মারামারি হয়। এই মারামারিকে কেন্দ্র করে বগুড়া সদর থানায় মামলা হইলে পুলিশ প্রশাসন এবং দেশবান্ধব সেনাবাহিনী উক্ত গ্রামে উপস্থিত হয়ে দুই পক্ষকে শান্ত করার লক্ষ্যে এলাকাবাসীকে দুই দিনের সময় দেন, তারই ধারাবাহিকতায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিক সাংবাদিক, মুরব্বিয়ান বৃন্দ, ডাক্তার, ইমাম এলাকার যুব সম্প্রদায় সহ ইউপি সদস্যদের নিয়ে আপোষ মীমাংসার লক্ষে রায়মাঝিড়া প্রাথমিক স্কুল মাঠে বিশাল সালিশ বৈঠক করেন।
উক্ত শালিশে উভয়ের মতামতের ভিত্তিতে অনেকের সাক্ষী প্রমানের উপনিত হয় যে, সাবেক মেম্বার তার ভাই গফুর,রাজু,বারি, তিন ছেলে আতিনুর,আশিদুল, রোমান এবং ভাতিজা মাসুদ, ইউসুফ সহ তার পরিবারের মহিলাদের সহ তিনি উপস্থিত থেকে ঔ গ্রামের আব্দুল বাছেদ এর নাতি মাহিমকে বেধর মারপিট করে,তখন বাছেদের ছেলে এগোতে আসলে তাকেও রড দিয়ে আহত করে এবং তার জামাইকেও রড দিয়ে মারপিট করে যখম করে দেয়। বাছেদের ছেলে বর্তমানে শঃজিঃমেঃকঃ হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন।
এতে করে ওয়াহেদ সমস্ত প্রমান সাপেক্ষে অপরাধী স্বীকার করিলে, স্থানীয় চেয়ারম্যান ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন দেন। এই তদন্ত কমিটির সদস্য গন হাসপাতালে উপস্থিত হয়ে সরেজনিনে তদন্ত সাপেক্ষে আসামিদের শাস্তি বাস্তবায়ন করবেন।
Leave a Reply