বগুড়া গ্রামীণ ব্যাংক বগুড়া যোনের গাবতলী শাখা থেকে ৪লাখ ৯হাজার ৪৪৭টাকা আত্মসাতের দায়ে ওই শাখার তৎকালীন কেন্দ্র ব্যবস্থাপক মোঃ শাহ আলম (বরখাস্ত কৃত)কে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৪লাখ ৯৭হাজার ৮১৬ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। জরিমানা টাকা ফৌজদারি কার্যবিধি ৩৮৬ ধারা মোতাবেক আদায় যোগ্য মর্মে উল্লেখ করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) বগুড়া ষ্পেশাল জজ শহিদুল্লাহ এই মামলার রায় দেন। সাজাপ্রাপ্ত মোঃ শাহ আলম , পিতা মোঃ আয়ুব আলী, জয়পুরহাট সদর উপজেলার ভাদসা গ্রামের সন্তান। গ্রামীণ ব্যাংক গাবতলী শাখার তৎকালীন শাখা ব্যবস্থাপক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক ২০০৯ সালে অর্থ আত্মসাতের অভিযোগে (ভিকটিমের দায়িত্বপ্রাপ্ত সময়ে ) এ মামলাটি দায়ের করা হয়।
Leave a Reply