বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ বগুড়া সদরের বাঘোপাড়া সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার(৩১ আগস্ট) বিকেলে বগুড়া সদরের গোকুল ইউনিয়নের তমিরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া সদরের বাঘোপাড়া সাংগঠনিক থানা শাখার উদ্যোগে আমির ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। এ সময় তিনি বলেন, আমাদেরকে যে আল্লাহ তায়ালা মুক্তি দিয়েছেন, তাহা আমাদের কৃতিত্ব নেই। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন।
আমরা যদি জনগনকে আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আনতে পারি তাহলে অবশ্যই দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ঠিক থাকবে। সুতরাং জনগণের কাছে যেতে হবে।তাদের কাছে ইসলামি আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে।শাহাদাকের তামান্যার মাধ্যমে এদেশে কোরানের আইন চালু হবে ইনশাল্লাহ।
প্রধান আলোচক বগুড়া শহর শাখার নায়েবে আমির মাওলানা আলমগীর হোসাইন। প্রধান আলোচক বলেন, জামায়াতে ইসলামীর ২ জন দায়িত্বশীল যখন মন্ত্রী ছিলেন, তখন তাদের দপ্তরে কোনো দুর্নীতি প্রমান করতে পারেনি পরবর্তী সরকার। আমাদের দায়িত্বশীলরা রাষ্ট্রের কাজ করেছেন তখনো সরকারের খরচ গ্রহন না করে, দল থেকে তারা ব্যয় করেছেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহর শাখার সেক্রেটারী আ,স,ম আব্দুল মালেক, শহর শাখার কর্ম পরিষদ সদস্য সেলিম রেজা, বগুড়া সদর জামায়াতের সাবেক সেক্রটারী মাওলানা আব্দুল বাছেত প্রমুখ।
আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা আব্দুল বারি, আবু ইমরান, মিজানুর রহমান, আবু তাহের, রফিকুল ইসলাম, মাওলানা ইকরামুল হক, রবিউল ইমলাম রাজ, মাওলানা আমিনুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল কুদ্দুস ।অন্যানের মধ্য উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, রাজু, রনি, শহিদুল ইসলাম সহ থানা শাখার বিভিন্ন ইউনিয়নের জামায়াত ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘোপাড়া সাংগঠনিক থানা শাখার আওতায় সকল কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং যারা এই আন্দোলনের শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply