
পুত্রবধূকে মারধরের প্রতিবাদ করায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছেলের কোদালের আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে।
বুধবার (১৪ আগস্ট) দিবাগত রাতে দুপচাঁচিয়া উপজেলার আলতাবনগর কুহিল দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কফিজ উদ্দিন। তিনি ওই এলাকার মৃত তছিম উদ্দিনের ছেলে। এ ঘটনায় জড়িত নিহতের ছেলে জুয়েলকে আটক করেছে পুলিশ। জুয়েল পেশায় দিনমজুর। এসব তথ্য নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।
স্থানীয়দের বরাতে তিনি জানান, জুয়েল ঢাকায় দিনমজুরের কাজ করতেন। মাঝে মাঝে বগুড়ায় আসতেন। তবে বাড়িতে গেলেই নানা কারণে তার স্ত্রীকে মারধরসহ নির্যাতন করতেন। বুধবার রাতেও জুয়েল স্ত্রীকে মারধর করেন। এ সময় কফিজ উদ্দিন প্রতিবাদ করলে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জুয়েল বাবার মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, স্থানীয়রা জুয়েলকে আটক করে পুলিশে সোপার্দ করেছে। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
I’m really impressed with your writing talents as well as with the format to your weblog. Is this a paid theme or did you modify it yourself? Anyway stay up the excellent high quality writing, it is uncommon to peer a nice weblog like this one today!