1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - ইছামতী নিউজ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
বগুড়ায় ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় বিশাল মাছ বগুড়ায় নাগরিক ঐক্যের শিবগঞ্জ উপজেলা শাখার প্রধান কার্যালয় উদ্বোধন র‍্যাব-এনটিএমসি বিলুপ্ত করতে জাতিসংঘের প্রতিবেদনে সুপারিশ মহাস্থানগড়ে ৫শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন- হাফিজুর রহমান হিরু কেকের বদলে চক্ষু সেবা দিয়ে পালন হলো জেলা সুজন সদস্য সোহেল এর মেয়ে উপমা’র জন্মদিন বগুড়ার রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ শিবগঞ্জে দেউলী ইউনিয়নে চাষ হচ্ছে জিরা শিবগঞ্জে গণঅধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ায় বন্ধুদের ছুরিকাঘাতে যুবক নিহত বগুড়ায় গাক’র আয়োজনে মাস্টার ক্রাফটসপার্সনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বগুড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Tuesday, 3 September, 2024
  • ৮৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার পতনের পর বগুড়ায় সন্ত্রাস বিরোধী বৈঠক করায় কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ করা হয়েছে। শহরের উত্তর চেলোপাড়ার অন্তঃসত্ত্বা নারীসহ আরজু ব্যাপারী পরিবারের আহত সাতজন হাসপাতালে ভর্তি আছেন। এরমধ্যে গুরুতর আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন এসব অভিযোগ করেন শহরের উত্তর চেলোপাড়ার সবুজ ব্যাপারী। সংবাদ সম্মেলনে তিনি বলেন গত শুক্রবার রাতে এলাকার চিহ্নিত অপরাধী আজাদ বাহিনীর লোকজন ও আওয়ামী যুবলীগের কর্মীরা হামলা চালিয়ে তার বসতবাড়িতে লুটপাট করে। সেই সাথে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পরিবারের কয়েকজনকে। এসময় তাঁদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান হামলাকারীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন- বগুড়া শহরের উত্তর চেলোপাড়া বাসিন্দা আরজু ব্যাপারী (৬০), জনি ব্যাপারী (৩০), টপি ব্যাপারী (৪৬), সবুজ ব্যাপারী (৪০), লায়েব আলী (২৯), রমজান আলী (২০) সাজু মিয়া (৪৫) এবং প্রিয়া বেগম (২৫)। আহত অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথির আঘাতে সময়ের আগেই তার গর্ভপাত করাসহ নারীদের শ্লীলতাহানির অভিযোগ করেন। স্বামীর ওপর হামলা ও পৃথিবীর মুখ দেখার আগেই পেটের মধ্যে সন্তান হত্যার বিচার দাবি করেছেন প্রিয়া বেগম।

সংবাদ সম্মেলনে সবুজ ব্যাপারী বলেন, গত শুক্রবার শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, জমি দখল, ভূমি দস্যু ও ছিনতাই রোধকল্পে আয়োজিত বৈঠকে স্থানীয়দের সঙ্গে আরজু ব্যাপারীসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। ওই সময় এলাকার চিহ্নিত অপরাধী আজাদ, চুন্নু, কাউসার, রাফসানসহ তাঁদের বাহিনীর সদস্যরা বৈঠকে এসে উত্তেজনা সৃষ্টি করে। আরজু ব্যাপারী প্রতিবাদ করলে আজাদ বাহিনী চলে যায়। এরপর রাত ১০টার দিকে তাঁর বসতবাড়িতে সন্ত্রাসীরা হামলা করে একই সঙ্গে তিনজনের মাথায় ও একজনের মুখমণ্ডলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি।

সবুজ ব্যাপারী বলেন, সন্ত্রাসী হামলার ঘটনা আড়াল করতে তারা ছাত্র আন্দোলনের নাম ভাঙ্গিয়ে সাধারণ ছাত্রদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *