জয়পুরহাট কালাই উপজেলায় বজ্রপাত ও জলবায়ুর বিরূপ প্রভাব রোধে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন রেঁনেসা ফাউন্ডেশন তাদের কার্যক্রম শুরু করেছে।এ কার্যক্রমের অংশ হিসেবে তারা বজ্রপাত নিরোধক তালগাছ বৃদ্ধির লক্ষ্যে রাস্তায় রাস্তায় তালবীজ লাগানোর উদ্যোগ গ্রহণ করে।
শনিবার(১৪ সেপ্টেম্বর) সকালে কালাই সিনেমা হল টু কিচক ভায়া গঙ্গা দাসপুর রোডের দুপাশে তালবীজ লাগানো হয়। তাল বীজ লাগানোর এ কার্যক্রমে অংশ নেয় ফাউন্ডেশনের সভাপতি শ্রীপুর গ্রামের কৃতিসন্তান মোঃ মুস্তা হাবিবুল ইসলাম, সাধারণ সম্পাদক রিজু আহমেদ, সমন্বয়কারী মেজবাহুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন নুর মোহাম্মদ,রফিক আহমেদ,নয়ন ইসলাম,রিমন, নাজমুল, শামীম সহ আরো অনেকে।
অদ্য তারা চার হাজারের অধিক তাল বীজ বপন করেন। সংগঠনের সভাপতি মুস্তা হাবিবুল ইসলাম বলেন, অরাজনৈতিক সংগঠন হিসেবে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে এবং যে কেউ আমাদের এ কার্যক্রমে অংশ নিতে ও সহযোগিতা করতে পারেন।
Leave a Reply