বগুড়ার শিবগঞ্জে এক বিধবা নারীকে বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১১ সেপ্টেম্বর) রাত্রি প্রায় ৮ টার সময় কুড়িপাড়ার গ্রামের সিমা আক্তার (৩৫) নামের এক বিধবা মহিলা তার নিজ বাড়িতে দুই ছেলে সন্তান নিয়ে বসবাস করে আসছে।
এ সময় একই গ্রামের মৃত সমসেল আলীর ছেলে আশাফুল (৪০) ওই বিধবা মহিলাকে ঘরের মধ্যে জাপটে ধরে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষনের চেষ্টা করে।
এ সময় মহিলাটি ও তার ছেলে ছাদিক ও সিয়াম’দ্বয় মিলে বিবাদী আশরাফুল কে আটকানোর জন্য টানা হেচড়া করিলে লম্পট আশরাফুলের কাপড় খুলে যায় এবং বিবাদী বাড়ির উপরের তালা/কোটা দিয়ে উঠে টিন ভেঙ্গে উলঙ্গ অবস্থায় দৌড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই মহিলা স্থানীয় ইউপি সদস্য শাহ আলম ও গ্রামবাসীকে জানান। গততে ১ বছর পূর্বে এই রকম ঘটনায় আশাফুল এলাকাবাসী তাকে শাসনও করেছিলো। আমার স্বামী বিগত ০৯ বছর পূর্বে মৃত্যুবরন করেছে। আমার স্বামী মৃত্যুবরন করার পর থেকেই লম্পট আশরাফুল আমাকে বিভিন্ন রকমের কুপ্রস্তাব সহ আমার সহিত অনৈতিক কর্মকান্ডে জড়ানোর চেষ্টা করে যাচ্ছে। তারপর দিনের পর দিন এই ভাবে আমাকে বিভস্ম ভাবে ক্ষতি করার চেষ্টা করছে। উপায় না পেয়ে দুইটি এতিম সন্তান সঙ্গে নিয়ে লম্পট আশরাফুলের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।
এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন মেয়েটির স্বামী মারা যাওয়ার পর থেকে দুইটি সন্তান নিয়ে দুঃখে কষ্টে দিন কাটাচ্ছেন মেয়েটির চরিত্র ভালো কিন্তু লম্পট আশাফুুল মেয়েটিকে নানানভাবে কুপস্তাব দিয়ে আসছিল যা এর আগেও কয়েকবার বিচার সালিশ করেও লাভ হয়নি।
জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply