বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় কেবলমাত্র ডিলারদের চাঁদা প্রাপ্তীর পরেই টিসিবি বিক্রির নির্দেশ দিবেন ইউএনও মহোদয়কে বল্লেন মীর শাহ আলম এর ভাস্তে মীর মুন।
টিসিবির ২৮ জনের প্রতি জনের কাছে প্রতি মাসে ৩৫০০০ হাজার টাকার চাঁদা দাবীর মুল নায়ক মীর মুন মীর শাহ আলমের বাহিনীর নেতৃত্বশীল ব্যক্তি হিসেবে কাজ করছে । সংবাদ সম্মেলন করে তাদের চাঁদাবাজী বিষয়ে সবাইকে অবগত করলেন ব্যবসায়ীরা।
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় সরকার কর্তৃক নিয়োগ দেওয়া টেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)র পন্যসামগ্রী জনস্বার্থে ক্রয় করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহকারী ডিলারগন বলেন, আমরা শিবগঞ্জ উপজেলার মোট ২৮জন টিসিবির ডিলার আছি গত ৩১-০৭-২০২৪ ইং তারিখের ডিওর প্রেক্ষিতে ৫ই সেপ্টেম্বর এর পর আমরা টিসিবির পন্য বিক্রি করতে গেলে মীর শাহ আলম এর ভাস্তে ও তার বাহিনীর দ্বারা রাজনৈতিক দলের প্রতিহিংসার স্বীকার ও তাদের পেশী শক্তির দ্বারা আমাদের জীবিকা নির্বাহের ডিলারশীপ কেড়ে নিতে চায় শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম এর ভাস্তে উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মীর মুন ও উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল বারী গং। প্রথমে মীর মুন আমাদের নিকট ৩৫ হাজার টাকা চাঁদা দাবি করে এবং আমাদের বলেন টাকা না দিলে টিসিবি দিতে দেওয়া হবে না। ক্ষমতার অপব্যবহারের প্রেক্ষিতে মীর শাহ আলম এর চাঁদাবাজীর দৌরাত্ব বন্ধের আবেদনে আজকের মানববন্ধনের মাধ্যমে জানাতে চাই যে আমরা চাঁদার বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মহোদয়কে বিষয়টি জানায়। যার প্রেক্ষিতে পৌর ছাত্র দলের সভাপতি শাহিনুল আলমিন কে দিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। সেখানে শাহিনুল আলমিন এর বিষয়ে মিথ্যা তথ্য দিয়েছেন যে তিনি চলমান আনন্দোলনের ছাত্র সমন্বয়ক। ছাত্র দলের শিবগঞ্জ পৌর সভাপতি আসলে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নয় এটা মিথ্যা আলমিনকে ভুয়া সমন্বয়ক সাজানো হয়েছে।
এই বিষয়ে ছাত্র আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়েকদের দৃষ্টি আকর্ষণ করছি।
গত১০ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে এমন সাংবাদিক সম্মেলন করেন ভুক্তভোগী টিসিবি ডিলার গন। টিসিবির এই ডিলার গন আরো বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের ফসল হিসাবে বর্তমান অন্তর্বতী সরকার ক্ষমতায় আসার পর আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিশেষ করে টিসিবি ডিলারদের উপর জুলুম- অত্যাচার শুরু করেছে এই মীর শাহ আলমের ভাস্তে মুন,আরিফ, আবদুল বারী, সহ আরো অনেকেই । অত্যাচারের স্বীকার হয়ে দিশাহারা হয়ে পরেছি আমরা। অবশেষে ভারপ্রাপ্ত ডিসির সাথে যোগাযোগ করলে ডিসি মহোদয় ইউএনও মহোদয়ের সাথে সাক্ষাৎ করতে বলেন আমরা সাক্ষাৎ করলে উনি রেগে গিয়ে বলতে থাকেন আমি কি আপনাদের টিসিবি নিয়ে পরে আছি। আমরা বল্লাম আপনি তো ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছেন তাহলে আমরা ৩১-০৭-২০২৪ এ ডিওর মালামাল ট্যাগ অফিসার ইউপি চেয়ারম্যান এর মাধ্যমে দিতে পারি আপনি এটা পরিচালনা করবেন। প্রতিমাসের ৫তাংএর পরে আমরা উপজেলার কার্ডধারীদের এই টিসিবি পন্য দিয়ে থাকি। আপনি না চাইলপ আমরা কি ভাবে এই টিসিবি পন্য জনগণের হাতে তুলে দিব বলেন। তখন উপস্থিত থাকা উপজেলা বিএনপির সভাপতি মীর শাহ আলম এর ভাস্তে মীর মুন ৫০০০ করে টাকা চাঁদা চায় এবং আমাদের কে ডেকে পুরাতন পার্টি অফিসে নিচে নিয়ে গিয়ে আরিফ এর মাধ্যমে বলেন মীর মুন মীর শাহ আলম এর ভাস্তে একথা বলেই (প্রত্যেকের) ২৮ জনে কাছে ৩৫০০০ পয়ত্রিশ হাজার করে টাকা করে প্রতিমাসে চাঁদা চায়। আমরা শিবগঞ্জের মানুষ। বিভিন্ন যায়গায় অভিযোগ দিয়ে কোন লাভ হচ্ছে না অত্যাচার দিনদিন বেরেই চলছে এমতাবস্থায় আমরা অসহায় টিসিবি কার্ডধারী গরীব মানুষের প্রতি সহযোগিতার হাত বারিয়ে দিতে সাংবাদিক ভাইদের স্ব স্ব মিডিয়ায় মীর শাহ আলমের অপরাধ তুলে ধরার আবেদন করেন ডিলারগণ।
বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমান একটি সুন্দর আদর্শ ও আগামীদিনের বিশ্ব মানের বাংলাদেশ বির্নিমানের নিরলস কাজ করে যাচ্ছেন। যা দেখে দেশ বিদেশে প্রশংসিত হচ্ছেন। ঠিক সেই সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি মীর শাহ আলম ও তার বাহিনীর অত্যাচার ও নির্যাতনে চরম আতংকের মধ্যে আছি। আমাদের মিথ্যা মামলা সহ নানা ভাবে হয়রানি করা হচ্ছে আবার নাম কাটার জন্য ৫০০০০ টাকাও দাবি করছেন তারা। কয়েক জনের কাছে টাকার বিনিময়ে নাম কেটে দেওয়ার বানিজ্যও করেছেন এবং এই প্রক্রিয়া অব্যাহত রেখেছেন নিয়মিত। হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন, প্রশাসন এবং মানুষের মধ্যে মীর শাহ আলম কে প্রভাবিত করতে গিয়ে “তারেক রহমান শাহে আলমের কথায় চলে” এমন নেক্কারজনক মিথ্যা অপপ্রচার চালানোর ভিডিও ভাইরাল হলে তারই সবচেয়ে কাছের দোসর তাজুল ইসলামকে সম্প্রতি দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া গত ৩১/০৮/২০২৪ ইং তারিখে এসব ঘটনার প্রতিবাদে ও সুষ্ঠু বিচার চেয়ে এলাকার মানববন্ধন ও বগুড়া প্রেস ক্লাবে মানববন্ধন করেছেন শিবগঞ্জ বাসীর পক্ষে আবদুল মতিন। পর্যন্ত হয়েছে। মীর শাহ আলম এর ভাস্তে মীর মুন বলেন যদি আপনারা ডিলারগণ প্রতিমাসে ৩৫০০০ হাজার টাকা জন প্রতি অর্থ্যাৎ ২৮ জনের প্রত্যেকে দেন তবেই কাকা মীর শাহ আলম উপজেলা নির্বাহী অফিসারকে বলে দিবেন আপনাদের কে টিসিবি বিক্রির করার অনুমতি দেওয়ার জন্য। গত ৩-৪ তারিখের চলতি মাসের পন্যের ডিও করার জন্য টিসিবি কর্মকর্তা আমাদের কে বলেন আরো বলেন আমরা কোন নিরাপত্তা দিতে পারবেন না।
এ অবস্থায় আপনাদের মিডিয়ার মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য অনুরোধ করছি যে আমরা মীর শাহ আলমের ভাস্তে মুন, আরিফ,বারী গংদের কাছে জিম্মি। দেশ নায়ক তারেক রহমানের দৃষ্টি এই বিষয়টির উপর আকর্ষণ সম্ভব হয়। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন মাছুদ রানা, আহসান হাবিব, রুবেল, ইফতেখার, মোশারফ, মতিন, জাহাঙ্গীর, রহেদুল, রাজ্জাক, মেহেদী, রুবেল, মিল্লাত , সহ সবাই।
Leave a Reply