কৃষকের সাথে আগামীর পথে, এই স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় সারাদেশে বাছাইকৃত ৩৫০ জন পরিবেশক নিয়ে বগুড়ার সুনামধন্য ফাইভ স্টার হোটেল মম-ইনে এক পরিবেশক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(৩১শে অক্টোবর) সকাল ১০.১৫ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয়। স্মার্ট এগ্রোভেট বাংলাদেশের একটি সুনাধন্য বালাইনাশক কোম্পানি। সারা বাংলাদেশে কৃষি পণ্য সরবরাহ করে আসছে বা চাষিদের সেবা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় কোম্পানি প্রতি বছরের ন্যায় পরিবেশকদের প্রশিক্ষন দেন। যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই স্মার্ট এগ্রোভেট কোম্পানি পরিবেশকদের নিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে ধান, আলু, ভুট্ট সহ সকল সবজি ফসলের পোকা-মাকড় এবং পঁচন রোগ দমন করা যায় এ বিষয়ে প্রশিক্ষণ দেন। আধুনিক ফসল কিভাবে চাষ আবাদ করা যায়, কৃষির উন্নয়ন কিভাবে করা যায়, কৃষিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এভাবে তারা কৃষির উন্নয়নে প্রশিক্ষণ দেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, স্মার্ট এগ্রোভেট কোম্পানির ফাউন্ডিং ডিরেক্টর মোঃ শাফিরুল ইসলাম সাফি। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ রুকসাত হাসান আকিব, এইচ, আর এডমিন, স্মার্ট এগ্রোভেট এবং মোঃ নাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার, রংপুর ও মোঃ আব্দুর রহিম, জোনাল সেলস ম্যানেজার, স্মার্ট এগ্রোভেট। আরো উপস্থিত ছিলেন, মোছাঃ মোরশেদা খাতুন, ম্যানেজার ইনচার্জ, স্মার্ট এগ্রোভেট। এছাড়া আরো উপস্থিত ছিলেন, একাউন্স বিভাগের সকল কর্মকর্তা ও ম্যানেজারবৃন্দ।
প্রশিক্ষনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, মোঃ রেজাউল করিম মানিক। পরে সকলের আসন গ্রহন করার পর মোঃ আক্তারুজ্জামান মনির, মোঃ মুনছুর আলী বিপ্লব, মোঃ আশরাফ হোসেন, মোঃ আব্দুর রহিম সহ ম্যানেজার বৃন্দ তাদের স্বাগত বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্যের পরে মোঃ নাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার ফসলের বিভিন্ন রোগ বালাই ও তার আধুনিক সমাধান নিয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিতভাবে প্রশিক্ষন দেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, মোছাঃ ফারহা স্মৃতি এবং আক্তারুজ্জামান মনির। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ধানের ছত্রাক ঘটিত রোগ যা ধানের ব্লাষ্ট এবং ফলস স্মার্ট ( লক্ষির গু) এর প্রভাবে ইতি মধ্যে ব্যাপকভাবে চাষিরা ক্ষতিগ্রস্থ হয়েছে। তার আধুনিক সমাধান কম্বাইন্ড ছত্রাকনাশক ডিসকভার-৭৫ডব্লিউপি,যা বাংলাদেশের এটাই প্রথম,এ বিষয় নিয়ে আলোচনা করেন।
তারা এটাও বলেন, ডিসকভার আগাম ব্যবহার করলে চাষিরা সকল ফসলের রোগ থেকে মুক্তি পাবে।
এছাড়া পরিবেশকদের মাঝে বক্তব্য প্রদান করেন, বিশিষ্ট ব্যবসায়ী- মেসার্স-ভাই ভাই ট্রেডার্স এর প্রোঃ মোঃ ইলিয়াছ হোসেন, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। মেসার্স-সোহাগ ট্রেডার্স এর প্রোঃ মোঃ হামিদুল ইসলাম, পঞ্চগড়। মেসার্স-মিথিলা ট্রেডার্স এর প্রোঃ মোঃ মিলন সরকার, ধুনট বগুড়া। মেসার্স-ভাই ভাই ট্রেডার্স এর প্রোঃ মোঃ ছাইফুল ইসলাম, বাতাইছড়ি কুমিল্লা। মেসার্স- সাজি এন্টারপ্রাইজ এর প্রোঃ মোঃ জাকারিয়া, সোনাতলা বাজার, যশোর সহ আরো অনেকে। প্রত্যেক পরিবেশকদের বক্তব্য এভাবে আমাদের প্রতি বছর ট্রেনিং করালে আমরা চাষিদের ভালোভাবে পরামর্শ দিতে পাবরো। এত করে আমাদের চাষির উন্নয়ন হবে।
এছাড়া প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি সব সময় চাই আমাদের দেশের কৃষির উন্নয়ন কিভাবে হবে। কৃষির উন্নয়নের জন্য আমি প্রত্যেক বছর বিভিন্ন দেশে সফর করি, আমার একমাত্র লক্ষ দেশের কৃষির উন্নয়ন করা। কারন এ দেশ, কৃষি প্রধান দেশ, তাই আমি মনে করি, কৃষি উন্নয়ন হলেই আমাদের এই সোনার বাংলাদেশ উন্নয়ন হবে। তাতে করে আপনাদের আরো প্রশিক্ষনের প্রয়োজন হলে আমি তার ব্যবস্থা করবো-ইন্শাআল্লাহ।
অনুষ্ঠান শেষে বুফে খাবার খাবার আয়োজন করেন। খবার শেষে রেফ্যাল ড্র করার মাধ্য দিয়ে পরিশেষে সকলের সুসাস্থ কামনা করে প্রশিক্ষনের সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply