জয়পুরহাট জেলায় ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার ( ২৯ অক্টোবর) সকালে জয়পুরহাট জেলার আবেদনকৃত সকল প্রার্থীর মধ্যে এ পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের এ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক যোগ্যতার পরীক্ষা আরো দুই দিন চলবে।
জয়পুরহাট জেলার ট্রেইনি রিক্রুট পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৪ এর প্রথম দিনে নিয়োগ কমিটির সভাপতি, নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার ঢাকার প্রতিনিধি, পুলিশ সুপার জয়পুরহাট জনাব মোহাম্মদ আবদুল ওহাব এর নেতৃত্বে উপস্থিত সকল আবেদন কারীদের মধ্যে শারীরিক যোগ্যতার পরীক্ষা প্রথম ধাপ সম্পন্ন করা হয়।
কৃতকার্য প্রার্থীরা আগামী ৩০ শে অক্টোবর/২০২৪ সকাল ৭.৩০ টায় পুলিশ লাইন্স জয়পুরহাট মাঠে হাজির হয়ে দ্বিতীয় দিনের পরীক্ষায় অংশগ্রহণ করবেন। সম্পূর্ণ মেধা, যোগ্যতার, স্বচ্ছতার ভিত্তিতে জয়পুরহাট জেলা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ চলছে।
নিয়োগ বিষয়ে দালাল, প্রতারকচক্র হতে সতর্ক থাকতে আহবান জানিয়েছেন জয়পুরহাট জেলা পুলিশ প্রশাসন।
Leave a Reply