বগুড়ায় বালুবাহী ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রেহেনা বেওয়া নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা সদর উপজেলার খামারকান্দি দক্ষিণপাড়া এলাকার মৃত জামাল উদ্দিন ফকিরের স্ত্রী। এছাড়া মোটরসাইকেল থাকা দুই আরোহী আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেটে রওনা দেন রেহেনা বেওয়া৷ পথিমধ্যে মোল্লা বাড়ির সামনে একটি মোটরসাইকেল ও বালুবাহী একটি ট্রাকের সংঘর্ষ হয়৷ এসময় ওই ট্রাক রেহেনা বেওয়াকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান। এতে মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাক জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। আর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply