
বগুড়ার শিবগঞ্জ পৌরসভা মোড়ে অভিযান চালিয়ে চাঁদা আদায়কালে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে এ অভিযান চালানো হয় বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলো- চোকভোলাখাঁর শাহিনুর রহমান ও তারাজুল ইসলাম। জানা যায়, পৌরসভা এলাকার বগলেগাড়ী মোড়, নাগরবন্দর, পৌরসভাগেটসহ তিনটি স্থানে দীর্ঘদিন যাবত এ চাঁদা আদায়ের কাজ করে আসছেন।
প্রতিটি মালবাহী ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান, নছিমন, বাস, মিনিবাস থেকে ৫০ টাকা, অবৈধ ইঞ্জিনচালিত ভটভটি থেকে ২০ টাকা ও পন্যবাহী ব্যাটারিচালিত ভ্যান থেকে ১০ টাকা করে প্রতিদিন টোলের নামে চাঁদাবাজি হয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন,সাম্প্রতিক সময়ে শিবগঞ্জ এলাকায় সিএনজি অটোরিকশা থেকে জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় সংক্রান্ত অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।
Leave a Reply