বগুড়া সদরের ১০নং লাহিড়ীপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড রায়মাঝিড়া গ্রামের মৃত আছালতজ্জামানের পুত্র উমর ফারুকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে, এঘটনায় বগুড়া ফায়াসার্ভিসে খবর দিলে তাদের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর আনুমানিক ১২ ঘটিকায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এতে ফারুকের আধাপাকা ৫ টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ১০/১২ লক্ষ টাকার ক্ষতি হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে তারা প্রাথমিক ভাবে ধারনা করেন।
সংবাদ পেয়ে বগুড়ার বাঘোপাড়া সাংগঠনিক থানা শাখার আমীর অধ্যক্ষ ইকবাল হোসেন ঘটনাস্থলে ছুটে যেয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদেরকে আর্থিক সহযোগীতা করেন এবং বৃত্তবান ও সরকারীভাবে তাদেরকে সহযোগীতা করার আহবান জানান।
Leave a Reply