বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলা ও হত্যা চেষ্টা মামলায় জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউপি সাবেক চেয়ারম্যান ওয়াজেদ আলী আটক করেছেন।
শনিবার (৫ অক্টোবর) বিকালে জয়পুরহাট কালাই উপজেলার উদয়পুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলীকে নিজ গ্রামের বাড়ি হতে আটক। জয়পুরহাটে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের ওপর হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট RAB_৫ ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফ আল রাজেক জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, হত্যা চেষ্টা ও বিস্ফোরণ ঘটনায় তোতা মিয়া প্রধান নামের একজন বাদীর করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply