স্বাধীন বাংলায় প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক দেখতে দেখতে ৪২ বছরে পদার্পণ করেছে।
বুধবার ( ২রা অক্টোবর) ছিল ব্যাংকটির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী।এ উপলক্ষে ব্যাংকটির প্রধান কার্যালয়ে গতকাল বুধবার মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় এবং অদ্য ৩রা অক্টোবর/২০২৪ বৃহস্পতিবার দেশব্যাপী ব্যাংকের ২৫৬৮ টি শাখার মাধ্যমে বৃক্ষরোপণের দ্বিতীয় বিশেষ দিবস পালিত হয়। মিলাদ মাহফিল ও আলোচনা সভায উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক পর্ষদের জনাব নাজনীন সুলতানা, ক্ষুদ্র ঋণ বিশেষজ্ঞ আব্দুল হাই খান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব নূর মোহাম্মদ সহ ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত সকল সহকর্মী বৃন্দ।
মিলাদ মাহফিলে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি, ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালকের দীর্ঘায়ু কামনা,ও ব্যাংকের উত্তোতর সফলতা কামনা করে দোয়া করা হয়।দেশের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করণের লক্ষ্যে প্রতিষ্ঠিত এ ব্যাংকটি ১৯৭৬সালে তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহম্মদ ইউনুস স্যারের হাত ধরে গ্রামীণ ব্যাংক প্রকল্প হিসেবে হাটহাজারী উপজেলার জোবরা গ্রাম থেকে শুরু হয়। পরবর্তী সময়ে সফলতায় এটি প্রকল্পের অবয়ব থেকে বেরিয়ে ১৯৮৩সালের ২রা অক্টোবর এটি একটি অধ্যাদেশের মাধ্যমে বিশেষায়িত ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মুহম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বর্তমানে ব্যাংকটির ৮১হাজার ৬৭৮টি গ্রামে ৪০টি প্রাতিষ্ঠানিক যোনে ,১কোটির অধিক সক্রিয় সদস্য । আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচির বিশেষ দিবসে ব্যাংকের সদস্য ও সহকর্মীরা যৌথ উদ্যোগে ২ কোটিরও অধিক ফলদ,বনজ ও ঔষধি গাছ রোপণ করে।
সম্পাদক | মোঃ আক্তারুজ্জামান মনির | নির্বাহী পরিচালক | মোছাঃ উম্মে কুলছুম আক্তার | সাধারন সম্পাদক | মোঃ জহুরুল ইসলাম | প্রধান উপদেষ্ঠা | মোঃ আব্দুর রহমান | হেল্পলাইন | ০৯৬৩৮৯০০৯৯৯ | ০১৭৩৫২৫০০৮২ | ০১৭১১০১০৮৯৬ | ০১৭১৯৬৬৯৩৩৬ | ই-মেইল | ichamotinews@gmail.com |
প্রিন্টিং কার্যালয় | মিতালী প্রেস ,শাপলা সুপার মার্কেট ,বগুড়া-বাংলাদেশ।