শিবগঞ্জের রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১ টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুজ্জামান মটু জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মধ্যপাড়া এলাকার মৃত মজিবর রহমান তোতার ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মহাস্থান হাট এলাকা থেকে আওয়ামীলীগ লেতা মনিরুজ্জামান মটুকে গ্রেপ্তার করে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নামে বিষ্ফোরোক আইনে একাধিক মামলা রয়েছে। বিকালে তাকে আদালতে পাঠানো হবে।
Leave a Reply