মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুকে হত্যার হুমকি, থানায় জিডি, ব্যবস্থা নেওয়ার দাবী।
শনিবার (২৮ ডিসেম্বর) মহাস্থান বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজুকে আজ দুপুর ১২টা ১৭ মিনিটে ০১৮৪৩৮৫১৬৪৪ নং থেকে ফোনে হত্যার হুমকি দিয়ে বলে যে, তুই কত বড় সাংবাদিক হয়েছিস, আমার কাছে আয়, তোকে কেটে টুকরো টুকরো করে ফেলব। আর তুই মহাস্থানে থাক, আমি আসিতেছি৷ পরে খবর নিয়ে জানতে পারলাম তার নাম সুমন(২৫), সাং রামেশ্বরপুর তেজপাড়া, থানা গাবতলী, জেলা বগুড়া৷ এবিষয়ে সাইদুর রহমান সাজু বাদী হয়ে বগুড়া শিবগঞ্জ থানায় ১৪১২ নং একটি জিডি করেছে, তাং ২৮/১২/২৪ইং। এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নানের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি আমি জেনেছি, তদন্ত করে ঐ ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে হুমকিদাতা গাবতলী থানা এলাকার হওয়ায় থানার অফিসার ইনচার্জ আশিক ইকবালকে অবহিত করা হয়েছে বলে সাজু জানান। তিনিও বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। এ বিষয়ে সাজু নিরাপত্তাহীনতাই ভুগছেন। তিনি দ্রুত ঐ ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
Leave a Reply