বগুড়া শিবগঞ্জ উপজেলা মানেই বিশ্বের ভিন্ন গ্রহের মত বাংলাদেশে এক অভিন্ন উপজেলা। শুধুমাত্র শিবগঞ্জ উপজেলার খবরে দৈনিক পত্রিকা প্রকাশ করা সম্ভব। শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন এ অবস্থিত পুয়ে টাংগইল আশ্রয়ন প্রকল্প মাটি কেটে বব্যসা করার কারনে উক্ত আশ্রয়ের প্রকল্পটি আজ হুমকির মুখে।
বুড়িগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ এই পুয়ে টাংগইল বিল লিজ নেওয়ার পরে পানি শুকিয়ে শুরু করেছেন মাটি বিক্রির ব্যবসা। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করছেন মাটি বিক্রি ব্যবসার জন্য ৫ই জুলাই এর পরের আহত প্রশাসন এমন কাজের জন্য দায়ী বলে মনে করেন স্থানীয় জনগণ। কোন রকমের অনুমোদন ছাড়ায় কোন খুঁটির জোরে করছে মাটি বিক্রির ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে ২০-৩০ ফুট গভির করে মাটি খনন করে ড্রাম ট্রাকে করে চলমান এই ব্যবসা করতে গিয়ে রাস্তার প্রয়োজনে ভেঙে ফেলা হয়েছে এলাকার একটি মসজিদের বারান্দা।
মসজিদের বারান্দা ভেঙ্গে এমন রাস্তায় তৈরিতে সায় নেই এলাকাবাসীর, ক্ষমতার দাপটে মানুষের অন্তরের ক্ষত লুকিয়ে রাখতে হচ্ছে নিয়মিত। মসজিদের বারান্দা ভেঙ্গে এমন রাস্তায় তৈরি প্রতিটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। অপরদিকে হুমকির মুখে পড়েছে আশ্রয়ন প্রকল্পটি। প্রকল্পটিতে প্রায় ৩০-৩৫ টি পরিবারের বসবাস।
নাম না বলার শর্তে এলাকার কতিপয় ব্যক্তিবর্গের মাধ্যমে জানায়ায়, প্যানেল চেয়ারম্যান তার নিজস্ব শক্তিকে কাজে লাগিয়ে প্রশাসন, সাংবাদিক সহ সবাইকে ম্যানেজ করে উক্ত পুকুরের খনন কাজ শুরু করেছে। ড্রাম ট্রাকে করে উক্ত পুকুরের মাটি নিয়ে যাতায়াতের জন্য মসজিদের বারান্দা ভেঙ্গে ফেলার ক্ষেত্রে তার হৃদয়ে একটুও আঁচড় কাটেনি। ফ্যাসিস্ট বিদায় হলেও তার আত্মারা এখনো রয়ে গেছে।
দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে কি বন্ধ করে এলাকাবাসী হৃদয়ের কষ্ট দূর করার জন্য শিবগঞ্জের এসি ল্যান্ডের সুদৃষ্টি কামনার প্রত্যাশী এলাকাবাসী।
Leave a Reply