1. Aktarbd2@ichamotinews.com : ichamotinews : ichamotinews
  2. zakirhosan68@gmail.com : zakir hosan : zakir hosan
সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার - ইছামতী নিউজ
সোমবার, ১৬ জুন ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
আপডেট নিউজ :
মোকামতলায় অগ্নিকাণ্ডে পুড়লো ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন ইউএনও বগুড়ায় শাকিল হত্যা: স্বেচ্ছাসেবক দলের নেতা জিতুসহ গ্রেপ্তার ২ ড.ইউনূস-তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ বগুড়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট মাস্টার গ্রেফতার নারী জাগরণে মোকামতলায় হয়ে গেল “বেগম খালেদা জিয়া প্রীতি মহিলা ফুটবল ম্যাচ শিবগঞ্জে বেগম খালেদা জিয়া মহিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মহাস্থানগড়ের ইতিহাস ছুঁয়ে গেল মন, মমইনের সৌন্দর্যে মুগ্ধতা—বন্ধুত্ব, আড্ডা আর স্মৃতিতে ভরা এক সন্ধ্যা বগুড়ার শিবগঞ্জে বিএনপি নেতা মীর শাহে আলমের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে মিডিয়া কাপ ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হজে গিয়ে সন্তান জন্ম দিলেন এক নারী

সাংবাদিক মুন্নী সাহা গ্রেফতার

রাশেদ | বগুড়া প্রতিনিধি
  • Update Time : Sunday, 1 December, 2024
  • ১২০ Time View

টেলিভিশন উপস্থাপক ও সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর কারওয়ান বাজার এলাকায় তাকে দেখে স্থানীয়রা ঘিরে ধরে। পরে পুলিশ এসে মুন্নী সাহাকে উদ্ধার করে হেফাজতে নেয়। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি বলেন, কারওয়ান বাজার একাকায় মুন্নী সাহাকে স্থানীয় লোকজন ঘিরে ফেলে। এরপর পুলিশ গিয়ে তাকে তেজগাঁও থানায় নেয়। সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়। ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়।

এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের ৩১ মে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম।

সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‍্যাব কর্মকর্তাদের সঙ্গে যে ৭ সাংবাদিককে আসামি করা হয়, তাদের একজন মুন্নী সাহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *