বগুড়ার শিবগঞ্জে শীতার্ত ছিন্নমূল অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বুধবার (২২জানুয়ারি) বিকালে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড় জিয়ৎকূন্ড এলাকায় অর্ধশতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সৈকতের পরিচালনায় অত্র সংগঠনের সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা, আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ আমিনুর রহমান।তিনি বলেন,আমাদের সমাজে অনেক বিত্তবান লোক আছে যারা সামাজের জন্য কিছু করতে চায় সময়ের অভাব বা কিভাবে দিবে পদ্ধতি খুঁজে পায়না তারা যদি চাই আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদে তাদের সাথে যোগাযোগ করে ভবিষ্যৎ আরো বড় পরিসরে আগামীতে আরো ভালো কিছু দিতে পারে। সেজন্য সবাইকে সহযোগীতা করতে হবে।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন অত্র সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজ সেবক রবিউল ইসলাম। তিনি বলেন আলোর বার্তা সমাজ কল্যাণ পরিষদ সংগঠনটি বরাবরই গরীব অসহায় দরিদ্র মানুষদের জন্য বিভিন্ন কর্মসূচি করে থাকে। সমাজের অভাবী এবং দরিদ্র মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধুবাদ জানাই সংগঠনের সকল সদস্যদের এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য।
সভাপতির বক্তব্যে বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য বিভিন্ন কর্মসূচির আয়োজন করে থাকি। এই শীতে অনেক মানুষ তাদের শীত নিবারণের জন্য ভালো কিছু পায়না। তাই আমাদের সবার প্রচেষ্টায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের নিয়ে আজকের আয়োজন।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক গোলজার রহমান, অত্র সংগঠনের সহ-সভাপতি নুর ইসলাম জনি,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া ইসলাম, ক্রীড়া সম্পাদক আল আমিন, প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম রিপন, বিপুল ইসলাম,সোবাহান প্রমুখ।
Leave a Reply