জয়পুরহাটের ক্ষেতলালে অস্ত্রধারী ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ডাকাতদের গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে ডাকাতদের ছোড়া গুলিতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এঘটনায় দুই নারী সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার(২৫ জানুয়ারি) বিকাল পৌনে তিন টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে ক্ষেতলাল উপজেলার আলম পুর গ্রামের আবূ হায়াতের বাড়িতে ১৫ থেকে ১৬ সদস্যের একটি ডাকাতদল অবস্হান করছে।
এমন খবর পেয়ে ডিবি পুলিশ ওসি মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ক্ষেতলাল ও কালাই থানাপুলিশ রাত নয়টা পর সেখানে যান। ডাকাতদের অবস্থান নিশ্চিত হলে পুলিশ আবু হায়াতের বাড়ির চারপাশে ঘিরে ফেলে। পুলিশ সদস্যরা প্রথমে ডাকাতদের আত্মসমর্পণ আহ্বান জানান। ডাকাতরা পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি করে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা প্রথমে পিছু হটে। গোয়েন্দা পুলিশ ও,সি আসাদুজ্জামান উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ফোর্স চান। এরপর জয়পুরহাট থানা, পাঁচবিবি থানার ও জয়পুরহাট পুলিশ লাইনসের ফোর্স ঘটনাস্থলে পৌঁছায়।
এতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ডাকাতরা আবার ও গুলি করে। এতে পুলিশ কনস্টেবল মিজানুর রহমান আহত হন। এরমধ্যে ৮/১০ জন ডাকাত পালিয়ে যান। আত্মরক্ষার্থে পুলিশ ১২ রাউন্ড গুলি ছোড়ে। পাল্টা পাল্টাপাল্টি গুলিতে ডাকাতদলের অন্য সদস্যরা বাড়ির ভেতরে লুকিয়ে পড়েন। পুলিশ অভিযান চালিয়ে মাজের আলী ওরফে খোকা (৪৮), আব্দুল মাজেদ (২৬), ও প্রশান্ত রবিদাস (২৭), এছাড়া পুলিশের কাজে বাধা র অভিযোগে মোমেনা খাতুন (২৩) এবং স্মৃতি, আক্তার ( ২০)কে গ্রেফতার করেন।
ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবার সারারাত অভিযান চালানো হয়। এঘটনায় ক্ষেতলাল থানায় পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply