বিশেষ বর্ণাঢ্য আয়োজনে বগুড়া সদরের রায়মাঝিড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রঞ্জুকে ঘোড়ার গাড়ীতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মঙ্গলবার(২১ জানুয়ারি) সকাল ১১টায় বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রঞ্জুর অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও ২০০৮ এসএসসি ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস, আব্দুস ছালাম সহ তার সহপাঠি ও অন্যান্য শিক্ষার্থীদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ জুলফিকার আবু নাসের আপেল মাহমুদ।
তিনি বলেন রফিকুল ইসলাম রঞ্জু একজন সফল শিক্ষক,একজন সফল ব্যক্তি। বর্তমানে এখানে শিক্ষা বান্ধব পরিবেশ রয়েছে। অতীতে এক ব্যক্তির দ্বারা এ বিদ্যালয় পরিচালিত হতো। এখন ভাল ব্যক্তিদের পরিচালনা পরিষদে বসানো দরকার, যেন শিক্ষার্থীরা ভাল পরিবেশে শিক্ষার সুযোগ পায়। আমার জানা মতে রঞ্জু মাষ্টার একজন ভাল মানুষ, তিনি শিক্ষকেরও শিক্ষক। এসকল ভাল মানুষদের অনুসরণ করে যদি চলা যায়, তাহলেই আমরা ভাল মানুষ হতে পারব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাস্থান আইডিয়াল স্কুলের পরিচালক অধ্যক্ষ ইকবাল হোসেন,তিনি বলেন কিছু কিছু বিদ্যালয়ে রঞ্জু মাষ্টারের মত ভাল মাষ্টার রয়েছে বলে শিক্ষার্থীরা ভাল হয়ে গড়ে উঠতে পারে। তার মত শিক্ষকদেরকে অনুস্বরণ করা দরকার। বর্তমানে রঞ্জু মাষ্টারের মত শিক্ষকের বড়ই অভাব। অন্যানের মধ্য বক্তব্য রাখেন ইউপি সদস্য সিরাজুল ইসলাম, সমাজসেবক মোস্তাফিজার রহমান মোস্তা।
রায়মাঝিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা খাতুন, আরিফ বিল্লাহ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রার্থ সারথী দাস। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম, আব্দুল মান্নান, বেলাল হোসেন, ইনছান আলী, রোমানা আক্তার, ইফতারা, মায়া রানী, রফিকুল ইসলাম মিঠু সহ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে বিভিন্ন প্রকার সামগ্রী ও ক্রেস্ট দিয়ে সন্মাননা দেওয়া হয় এবং ঘোড়ার গাড়ী করে বিদায় দেওয়া হয়।
Leave a Reply